টেট পরীক্ষা হবে ২৪শে ডিসেম্বর,নতুন তারিখ! টেট এডমিট ডাউনলোড করুন নতুন ভাবে দেখুন?
আর কিছুদিন পরেই শুরু হচ্ছে Primary TET Exam 2023। আর তার আগেই বড়ো আপডেট জানিয়ে দিলো West Bengal Board Of Primary Education। প্রাথমিক টেট পরীক্ষা ২০২৩ এর দিনক্ষন পরিবর্তন হলো, বোর্ডে কথা মতো পরীক্ষার দিন ছিলো ১০ই ডিসেম্বর।
কিন্তু প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রত্যেকটি জেলার বিদ্যালয় পরিদর্শকদের চিঠি লিখে জানিয়ে দিলেন ১০ই ডিসেম্বর এর পরিবর্তে প্রাইমারি টেট পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত হবে ২৪শে ডিসেম্বর ২০২৩।
প্রাইমারি টেট পরীক্ষা ২০২৩ শুরু হবে ২৪শে ডিসেম্বর ২০২৩ রবিবার। পরীক্ষা শুরু হবে দুপুর ১২ টা থেকে দুপুর ২ টা ৩০ মিনিট পর্যন্ত। প্রাইমারি টেট পরীক্ষা ২০২৩ এ মোট ১৫০ নাম্বারের পরীক্ষা হবে যার মধ্যে ৬০% নাম্বার পেলেই টেট পাশ সার্টিফিকেট পাওয়া যাবে। আর সংরক্ষিত প্রার্থীরা ৫৫% নাম্বার পেলেই টেট পাশ সার্টিফিকেট পাবে।
Primary TET 2023 Admit Card Download Process / Primary TET 2023 Admit Card Download Link
1) প্রথমে আপনাকে প্রাথমিক বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
2) এরপর Important Link এ ক্লিক করুন।
3) পরবর্তী ধাপে TET 2023 এ ক্লিক করুন।
4) এরপর TET 2023 বক্সে ক্লিক করুন।
5) এখন Print/Admit Card Download এ ক্লিক করে রেজিস্ট্রেশন নাম্বার ও জন্ম তারিখ উল্লেখ করে ডাউনলোড করুন।
TET 2023 Admit Card Download Link:- Click