প্রকল্প

রাজ্যে নতুন প্রকল্প ইন্টার্নশিপ স্কিম, ৫০০০ টাকা করে দিচ্ছে ফ্রি মমতা সরকার

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

পড়ুয়াদের জন্য সুখবর। রাজ্য সরকার চালু করলো নতুন প্রকল্প ইন্টার্নশিপ স্কিম।
ইন্টার্নশিপ স্কিম-ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস ইন্টার্নশিপ স্কিম, ২০২২ চালু করল পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পের মাধ্যমে পড়ুয়ারা বিভিন্ন সুবিধা ও ৫০০০ টাকা করে পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো…

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রকল্পের নামঃ– ইন্টার্নশিপ স্কিম।
ঘোষণা করা হয়েছে নবান্নে সাংবাদিক সম্মেলনে 31/01/2022 তারিখে।


যোগ্যতাঃ
১) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
২) ন্যূনতম স্নাতক হতে হবে।
৩) পলিটেকনিক, আইটিআই বা সমতুল্য কোর্স করলেও এই প্রকল্পের লাভ পাবেন।
৪) ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে,তবেই আবেদন করতে পারবেন।
বয়সসীমাঃ– আবেদনকারীর বয়স 40 বছরের মধ্যে থাকতে হবে।
শূন্যপদঃ– প্রতি বছর ৬,০০০ জনকে নেওয়া হবে ইন্টার্নশিপ স্কিমে।


আবেদন পদ্ধতিঃ– আবেদন করতে হবে অনলাইনে। এখনো চালু হয়নি,চালু হতেই আমরা সবার আগে Md360news.com পোর্টালে তা লিংক প্রকাশিত করবো।
ভাতাঃ– ৫,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে।
কাজ কিঃ– সরকারি প্রকল্পের বিষয়ে আবেদনকারীদের জানানো হবে। কীভাবে সরকারি প্রকল্পগুলি কার্যকর হয় তা সম্পর্কে জানানো হবে।
ইন্টার্নশিপ কোর্স কতদিনেরঃ– প্রথমে এক বছরের জন্য হবে। যাঁরা ভালো কাজ করবেন, তাঁদের ইন্টার্নশিপের মেয়াদ আরও বাড়বে।


কাজের জায়গাঃ- রাজ্য সরকারের অফিসে কাজ করবেন। ব্লক, জেলাস্তরেও মোতায়েন করা হবে। যে এলাকায় যিনি বাস করেন, তার কাছে মোতায়েন করা হবে।

সার্টিফিকেটঃ– উপযুক্ত র‍্যাঙ্কের ভিত্তিতে সার্টিফিকেট প্রদান করা হবে। যা পরবর্তীতে চাকরির ক্ষেত্রে কাজে লাগবে।

অনলাইন আবেদন লিংকঃ

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক

Related Articles

Back to top button