Operation Sindoor: পাকিস্তানে জঙ্গি ডেরায়‌ কতগুলি হামলা? তাঁর ব্যাখ্যা দিলেন কর্নেল সোফিয়া কুরেশি! কে এই মহিলা কর্নেল?

Ealiash Rahaman
google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

Operation Sindoor: অপারেশন সিদূঁর (Operation Sindoor) শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর ভারতের বিদেশ মন্ত্রকের (MEA) তরফে একটি সাংবাদিক সম্মেলন করা । এই সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিক্রম মিস্রির সঙ্গে ছিলেন সেনা বাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি এবং বায়ুসেনার উইং কমান্ডার ভ্যূমিকা সিং। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতের সেনাবাহিনী কীভাবে একে একে জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করেছে, তার বিশদ বিবরণ দেন সোফিয়া কুরেশি এবং ভ্যূমিকা সিং। অপারেশন সিদূঁরের ছবি ভারতবাসীর সামনে তুলে ধরেন কর্নেল সোফিয়া কুরেশি।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কে এই কর্নেল সোফিয়া কুরেশি?(Who is Colonel Sofiya Qureshi?)

কর্নেল সোফিয়া কুরেশি হলেন ভারতীয় সেনা বাহিনীর প্রথম মহিলা আধিকারিক, যাঁকে প্রথম সারিতে নিয়ে আসা হয়। তিনি ১৯৮১ সালে গুজরাতের ভদোদরায় জন্মগ্রহণ করেন এবং বায়োকেমিস্ট্রিতে স্নাতকোত্তর করেন। তাঁর পরিবার সম্পূর্ণ সেনাবাহিনীর সঙ্গে যুক্ত, তাঁর দাদা ও ঠাকুরদা সেনাবাহিনীতে ছিলেন এবং তাঁর বাবা কয়েক বছর ধরে সেনাবাহিনীতে ধর্মীয় শিক্ষক হিসেবে কাজ করেছেন। সোফিয়া মেকানাইজড ইনফ্যান্ট্রির সেনাকর্তা মেজর তাজুদ্দিন কুরেশির স্ত্রী এবং তাঁদের একটি ছেলে রয়েছে, যার নাম সমীর কুরেশি।

২০০৬ সালে কঙ্গোতে ভারতের শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে কাজ করেছিলেন সোফিয়া কুরেশি। এছাড়াও, বিশ্বজুড়ে রাষ্ট্রসংঘের শান্তি প্রক্রিয়ার প্রচেষ্টায় ভারতের প্রতিনিধিত্ব করেছেন তিনি। ভারতীয় মহিলাদের উদ্দেশে সোফিয়া কুরেশি বারবার বলেছেন, “যদি সম্ভব হয়, ভারতীয় সেনায় যোগ দিন।” ২০১৬ সালে ভারতীয় সেনার প্রয়াত লেফটন্যান্ট জেনারেল বিপিন রাওয়াতের নেতৃত্বে পুরুষ এবং মহিলাদের মধ্যে ভেদাভেদ তুলে দেওয়ার পর সোফিয়া কুরেশি ভারতীয় সেনার এক অন্যতম মুখ হয়ে ওঠেন।

আরও পড়ুনঃ “Hope It Ends Quickly”: অপারেশন সিঁদুর নিয়ে এ কী বললেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প?

মঙ্গলবার রাত দেড়টা থেকে দুটোের মধ্যে ভারতীয় বায়ুসেনা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে হামলা চালায়। এই হামলায় লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদ এবং হিজবুল মুজাহিদিনের জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করা হয়। ভারতীয় সেনা এবং বায়ুসেনা একসাথে কাজ করে ৯টি জঙ্গি ক্যাম্প ভেঙে ফেলে।