West Bengal HS Result 2026: আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৬ এর তৃতীয় সেমিস্টারের ফল প্রকাশ। শিক্ষার্থীরা সহজেই হাতে থাকা স্মার্টফোন দিয়ে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষা রেজাল্ট চেক করতে পারবেন। আজকের প্রতিবেদনে দেখে নিন কিভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট চেক করবেন ও কি কি তথ্য উল্লেখ করে রেজাল্ট সহজেই দেখা যাবে।
উচ্চ মাধ্যমিক রেজাল্ট চেক করা জন্য পর্ষদের তরফ থেকে বিভিন্ন পোর্টাল লিংক দেওয়া হয়েছে। যেখান থেকে শিক্ষার্থীরা সহজেই উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার রেজাল্ট ২০২৫ চেক করতে পারবেন। নিচে বিস্তারিত দেখে নিন কিভাবে, উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার রেজাল্ট ২০২৫ (West Bengal HS 3rd Semester Result 2025 Check Online) চেক করবেন? তা ধাপে ধাপে জানিয়ে দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) ২৯ অক্টোবর ২০২৫ তারিখে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারের ফল প্রকাশ করা হবে ৩১ অক্টোবর ২০২৫ দুপুর সাড়ে ১২টায়, বিদ্যাসাগর ভবনে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
মূল তথ্য একনজরে:
- উচ্চ মাধ্যমিক ফল প্রকাশের তারিখ ও সময়: ৩১ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৩০টা
- স্থান: বিদ্যাসাগর ভবন, সল্টলেক, কলকাতা-৭০০০৯১
- চুড়ান্ত মার্কশীট: চতুর্থ সেমিস্টার পরীক্ষার পর হাতে দেওয়া হবে ফাইনাল রেজাল্ট ও সার্টিফিকেট।
- পরবর্তী সেমিস্টার: চতুর্থ সেমিস্টার পরীক্ষা — ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি ২০২৬
উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৫ কীভাবে দেখবেন?
ছাত্র-ছাত্রীরা নিজেদের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে খুব সহজেই অনলাইনে উচ্চ মাধ্যমিকের ফল দেখতে পারবেন। এছাড়াও নোটিশের মাধ্যমে স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, অফিসিয়াল পোর্টালে লগইন করে সমস্ত ছাত্র ছাত্রীর মার্কশিট ডাউনলোড করতে এবং HOI-এর স্বাক্ষর ও সিল মেরে বিতরণ করতে।
| ক্রম | ওয়েবসাইট | অ্যাপ / লিঙ্ক | 
|---|---|---|
| ১ | https://result.wb.gov.in | WBCHSE Results | 
| ২ | www.results.shiksha | Google Play Store অ্যাপ | 
| ৩ | www.tv9bangla.com www.tv9hindi.com www.news9live.com | TV9 News App | 
উচ্চ মাধ্যমিক ২০২৬ চতুর্থ সেমিস্টার ও চূড়ান্ত মার্কশিট
তৃতীয় সেমিস্টারের ফলের পরপরই চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি ২০২৬ থেকে এবং শেষ হবে ২৭ ফেব্রুয়ারি ২০২৬। চতুর্থ সেমিস্টারের ফল প্রকাশের পর শিক্ষার্থীদেরকে চূড়ান্ত মার্কশিট প্রদান করা হবে।
উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৫ কিভাবে চেক করবেন দেখুন – How To Check HS 3rd Sem Result Online West Bengal 
১) প্রথমে আপনাকে result.wb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটেও আসতে পারবেন।
২) এরপর আপনার সামনে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার রেজাল্ট ২০২৬ চেক করার অপশন চলে আসবে।
৩) এরপর নির্দিষ্ট বক্সে উচ্চ মাধ্যমিকের রোল নম্বর ও রেজিষ্ট্রেশন নাম্বার কিংবা জন্ম তারিখ, যা চাওয়া হয়েছে তা সঠিকভাবে উল্লেখ করুন।
৪) সবকিছু সঠিকভাবে উল্লেখ করা হলে, নিচে থাকা Submit বা View Result এ ক্লিক করুন। আপনার সামনে উচ্চ মাধ্যমিক III Semester Result 2026 চলে আসবে।
West Bengal III Semester Result 2026 Check Link:- Check Now
উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার রেজাল্ট ২০২৬ কিভাবে অনলাইন চেক করবেন দেখুন – West Bengal III Semester HS Result 2026 Check Online – 
১) প্রথমে আপনাকে www.results.shiksha এর অফিসিয়াল পোর্টালে আসতে। হবে নিচের লিংকে ক্লিক করে সহজেই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন।
২) এরপর WBCHSE Semester III of H. S. Examination 2026 – West Bengal HS (Class 12) III Semester Result 2026 এই লেখার উপরে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে উচচ মাধ্যমিকের এডমিট কার্ডে থাকা রোল নম্বর ও রেজিষ্ট্রেশন নাম্বার উল্লেখ করে সাবমিটে ক্লিক করুন।
৪) এরপর আপনার সামনে উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৬ চলে আসবে, এখন দেখে নিন আপনার রেজাল্ট।
West Bengal HS Result 2026 Check Link: Click Now




 
                                
                              
		 
		 
		 
		 
		 
		
