Indian Oil Recruitment 2026: উচ্চ বেতনে একাধিক পদে নিয়োগ দিচ্ছে ইন্ডিয়ান অয়েল কোম্পানি, শুরু আবেদন

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ইন্ডিয়ান ওয়েল করপোরেশন লিমিটেড কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ৩৯৪টি শূন্যপদে নিয়োগ করবে। এই নিয়োগ প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গ সহ‌ বিভিন্ন রাজ্য থেকে নন–এক্সিকিউটিভ ও টেকনিক্যাল পদে একাধিক কর্মী নিয়োগ করবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

২০ ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহীরা আবেদন করতে পারবেন ৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।  প্রার্থীদের অবশ্যই অনলাইনে www.iocl.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

ইন্ডিয়ান অয়েল কোম্পানি একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব পদে নিয়োগ করবে সেগুলো নিম্নরূপ – জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে প্রোডাকশন, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, ফায়ার অ্যান্ড সেফটি, কন্ট্রোল অ্যানালিস্টসহ মোট ৮টি ক্যাটাগরিতে নতুন কর্মী নিয়োগ করবে।

বয়সসীমা: প্রার্থীদের অবশ্যই বয়সসীমা ১৮ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে।

বেতন স্কেল: নির্বাচিত প্রার্থীরা ২৫,০০০/- থেকে ১,০৫,০০০/- টাকা বেতন পাবেন।

এসব পদে আবেদন জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, যেমন জুনিয়র ইন্জিনিয়ারিং এসিস্ট্যান্ট পদে‌র জন্য। 

যোগ্যতা: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তিন‌ বছরের ডিপ্লোমাসম্পন্ন আবেদন করতে পারবে।  এছাড়া ন্যূনতম ৫০ শতাংশ নম্বরসহ ওবিসি ও ই‌ ডাবলু এস‌ প্রার্থীরা আবেদন করতে পারবে।  এছাড়া বাকি পদে‌ আবেদনের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে।

এই পরীক্ষাটি কম্পিউটার বেস্ট টেস্টের মাধ্যমে হবে এছাড়া কাজের অভিজ্ঞতার উপর নির্ভর করে নিয়োগ করা হবে বলে জানা যায়।

আবেদন ফি: অনলাইনে ফরম‌ পূরণের জন্য General, OBC ও EWS প্রার্থীদের পরীক্ষা ফি‌ বাবদ‌ ৩০০ টাকা আবেদনের সময় দিতে হবে।  এছাড়া বাকি সংরক্ষিত প্রার্থীদের আবেদন ফি‌ দিতে হবে না।  আবেদন করার পূর্বে বিজ্ঞপ্তিতে দেওয়া বিস্তারিত তথ্য পরে নিবেন।

Indian Oil Recruitment Notification Download Link:Download Now

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।