রাজ্যে অষ্টম শ্রেণী ও স্নাতক পাশে চাকরি 2025 – গ্রুপ ডি পদে চাকরি ইন্টারভিউ দিয়ে – আবেদন পদ্ধতি দেখুন?

Khalek Rahaman
google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

পশ্চিমবঙ্গ সরকারের জেলা শাসক অফিস থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। নিয়োগ করা হচ্ছে, গ্রুপ ডি পদে যোগ্য প্রার্থীদের। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য এক সুবর্ণ সুযোগ। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হচ্ছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আজকের প্রতিবেদনে দেখে নিন কিভাবে আবেদন করবেন। কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা করে মাসিক বেতন রয়েছে, আবেদন কতদিন পর্যন্ত চলবে, আবেদন করার জন্য কি যোগ্যতা থাকতে হবে, কত টাকা করে মাসিক বেতন রয়েছে? বিস্তারিত ভালো ভাবে দেখুন আজকের প্রতিবেদনে।

পদের নামঃ– নিয়োগ করা হচ্ছে জুভেনাইল জাস্টিস বোর্ডে কাউন্সেলর ও অর্ডারলি পদে।

বেতনঃ– কাউন্সেলর পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন রয়েছে 13 হাজার টাকা ও অর্ডারলি পদে মাসিক বেতন থাকবে 12 হাজার টাকা করে।

বয়সঃ– কাউন্সেলর ও অর্ডারলি পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে 01/01/2025 তারিখ অনুযায়ী সর্বনিম্ন 21 বছর বয়স থেকে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে।

যোগ্যতাঃ– অর্ডারলি পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণি পাশ। আর কাউন্সেলর পদে আবেদন করার জন্য যোগ্যতা থাকতে হবে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

আবেদন পদ্ধতিঃ– আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাউন্সেলর ও অর্ডারলি পদে আবেদন করতে হবে জিমেইল এর মাধ্যমে। এরজন্য অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া উল্লেখিত জিমেইলে ([email protected]) আবেদন পত্র ও নথি পাঠাতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে।

নিয়োগ প্রক্রিয়াঃ– অর্ডারলি পদে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। আর কাউন্সেলর পদে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। এই পদ দুটিতে আবেদন করার জন্য ভারতীয় নাগরিক ও পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। কিন্তু অর্ডারলি পোস্টে আবেদন করার জন্য বাকুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

ডকুমেন্টসঃ– কাউন্সেলর ও অর্ডারলি পদে আবেদন করার জন্য যে সমস্ত নথি লাগবে, তা হলো –

ক) আবেদন ফর্মে পাসপোর্ট সাইজের ফটো।

খ) বয়সে প্রমাণ পত্র।

গ) জাতিগত শংসাপত্র (যদি থাকে)।

ঘ) ঠিকানার প্রমাণ পত্র।

ঙ) শিক্ষাগত যোগ্যতা প্রমাণ পত্র।

চ) কম্পিউটার সার্টিফিকেট।

ছ) আধার কার্ড।

জ) অভিজ্ঞতা সার্টিফিকেট (যদি থাকে)।

আরও পড়ুনঃ ব্যাঙ্ক অফ বরোদায় চাকরি চার হাজার শূন্যপদে!

আবেদনের শেষ তারিখঃ– ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে 16/03/2025 তারিখের মধ্যে।

Bankura District Juvenile Justice Board Recruitment Notification 2025:Download

Counsellor & Orderly Application Form Download Link:- Download

Related News