জুনিয়র ইঞ্জিনিয়ার পদে বিশাল নিয়োগ! SSC প্রকাশ করল ১,৭০০-র বেশি শূন্যপদ,দেখুন!

Ealiash Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর স্টাফ সিলেকশন কমিশন (SSC), সম্প্রতি প্রকাশ করেছে ২০২৫ সালের Junior Engineer (JE) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এ বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ১৭৩১ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনে শিক্ষাগত যোগ্যতা: সিভিল, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকতে হবে তাহলে আবেদনকারীরা আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। তবে এস এস সি এখনও আবেদনের সময়সূচি ঘোষণা করেনি।
তবে পরীক্ষার সম্ভাব্য তারিখ: ২৭ অক্টোবর – ৩১ অক্টোবর ২০২৫

প্রকাশিত তালিকায় ১৫টি দপ্তরে বিভিন্ন পদে এই নিয়োগ করবে বলে জানা গেছে। SSC জুনিয়র ইঞ্জিনিয়ার ২০২৫-এ সবচেয়ে বেশি নিয়োগ হবে BRO-তে, যেখানে Civil বিভাগে ৭৯৬টি এবং Electrical & Mechanical বিভাগে ১৬৩টি বিভাগে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবে। এর পরেই MES-এ ৩৩৮টি, এবং CPWD-এ ৩০৪টি পদ রয়েছে। এছাড়াও Central Water Commission, Farakka Barrage Project এবং DGQA-তেও রয়েছে উল্লেখযোগ্য শূন্যপদ।