WBJEE Counselling Date 2025: জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা করবে,জানাল শিক্ষা মন্ত্রি!

Ealiash Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আজ শুক্রবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা(২২ আগস্ট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক স্তরের ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি ও ফার্মেসি কোর্সে ভর্তির জন্য ফল প্রকাশ করেছে। ২৭ এপ্রিল রাজ্যজুড়ে ডব্লিউবিজেইই-র(WBJEE) আয়োজন করে রাজ্যের শিক্ষা দফতর , সারা রাজ্যে ১ লক্ষ ৫০২ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় সফল হন।যার মধ্যে পরীক্ষা দিয়েছে ১ লক্ষ ১৩ হাজার ৪৯২ জন পরীক্ষার্থী।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কবে থেকে কাউন্সেলিং জয়েন্ট এন্ট্রান্সের

WBJEE 2025 রাজ্য জয়েন্ট এন্ট্রান্স (ডব্লিউবিজেইই)-এর কাউন্সেলিং খুব শিগগিরই শুরু হতে চলেছে। শিক্ষা মন্ত্রি ব্রাত্য, তিনি বসু ঘোষণা করেন আইনি জটিলতায় ফলপ্রকাশে কিছুটা দেরি হয়েছে সেকথা উল্লেখ করে জানান বোর্ড খুব শিগগিরই কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা করবে। এই কাউন্সেলিংয়ের মাধ্যমে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি এবং আর্কিটেকচার নিয়ে স্নাতক স্তরে ভর্তির আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

এছাড়াও ব্রাত্য বসু জানান রাজ্যের ১০টি সরকার-পোষিত বিশ্ববিদ্যালয়, ৯টি রাজ্য সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ৫৮টি বেসরকারি ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার কলেজ, ১টি কেন্দ্রীয় সরকারপোষিত সেলফ-ফিনান্সিং কলেজ,১টি সরকারি ফার্মেসি ইনস্টিটিউট এবং ২৪টি সেলফ-ফিনান্সিং ফার্মেসি কলেজে । মোট ১১২টি শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলিং হবে। মেধাতালিকায় নাম আসা শিক্ষার্থীরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তির সুযোগ রয়েছে।

WBJEE Result Check 2025: কয়েক দফা তারিখ পরিবর্তনের পর আজ প্রকাশিত হচ্ছে WBJEE-২০২৫ ফল

তবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কাউন্সেলিংয়ের দিন আনুষ্ঠানিকভাবে এখনও জানান নি , কখন থেকে এবং কিভাবে এই কাউন্সেলিং শুরু হবে? এবং কিভাবে আবেদন করা যাবে? এবিষয়ে জানতে এবিষয়ে বোর্ডের তরফে খুব শিগগিরই আপডেট চলে আসবে এরজন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করে জেনে নিন।