Aadhar Card Document Update Online Free: আধার কার্ড ডকুমেন্ট আপডেট করুন অনলাইনে ফ্রী,দেখুন

Khalek Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আধার কার্ড ডকুমেন্ট আপডেট (Aadhar Document Update Online) করুন অনলাইন সম্পূর্ণ বিনামূল্যে। এখন আপনি আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে পারবেন ফ্রীতে অনলাইনে ১৪/০৬/২০২৬ তারিখ পর্যন্ত। তবে আধার কেন্দ্রে গিয়ে ডকুমেন্ট আপডেট করতে খরচ পরবে ৭৫ টাকা। আর My Aadhaar পোর্টাল থেকে বাড়িতে বসে আধার ডকুমেন্ট আপডেট করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আজকের প্রতিবেদনে দেখে নিন, কিভাবে আধার কার্ড ডকুমেন্ট আপডেট করবেন অনলাইনে। এর পাশাপাশি আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট প্রয়োজন কিনা, তা সহজেই অনলাইনে চেক করতে পারবেন। আধার কার্ড ডকুমেন্ট আপডেট তাদেরই প্রয়োজন, যারা আধার কার্ড তৈরি করার পর থেকে এখনো পর্যন্ত আধার কার্ডের কোনো কিছু পরিবর্তন করেনি কোনো ডকুমেন্টস দিয়ে। প্রতি ১০ বছর পর পর আধার কার্ডের ডকুমেন্ট আপডেট প্রয়োজন, যা ইতিমধ্যেই ১৪/০৬/২০২৬ তারিখ পর্যন্ত বিনামূল্যে করা যাবে।

আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট প্রয়োজন কিনা, দেখুন এইভাবে চেক করে –

১) প্রথমে আপনাকে My Aadhaar এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর My Aadhaar পোর্টালে থাকা Check Aadhaar Validity তে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে যার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট দরকার কিনা, চেক করতে চাচ্ছেন – তার আধার কার্ড নাম্বার ও নিচে থাকা ক্যাপচার কোড উল্লেখ করে Proceed এ ক্লিক করুন।

৪) পরবর্তী পেজে দেখতে পারবেন, আধার কার্ডের ডকুমেন্ট আপডেট দরকার কিনা। যদি দরকার হয় নিচে তা চলে আসবে, আর না দরকার হলে নিচে কোনো ডকুমেন্ট আপডেট লেখা থাকবে না।

Aadhar Card Document Update দরকার কিনা, চেক লিংক- ক্লিক করুন

Aadhar Card Document Update Online Step By Step – আধার কার্ড ডকুমেন্ট আপডেট অনলাইন পদ্ধতি –

১) প্রথমে আপনাকে My Aadhaar এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। এছাড়াও নিচে থাকা লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন।

২) এরপর হোম পেজে থাকা Log in এ ক্লিক করে, যার আধার কার্ড ডকুমেন্ট আপডেট করবেন – তার আধার কার্ড নাম্বার উল্লেখ করে লগইন করুন।

৩) পরবর্তী পেজে Document Update লেখার উপরে ক্লিক করুন।

৪) এরপর Next এ ক্লিক করুন ও আপনার তথ্য ঠিক ঠাক থাকলে নিচের বক্সে টিক মার্ক করে Next এ ক্লিক করুন।

৫) পরবর্তী পেজে পরিচয় পত্র ও ঠিকানার প্রমাণ – দুটি ডকুমেন্টস আপলোড করুন 2MB এর মধ্যে JPG/PNG/PDF ফাইলে।

৬) এরপর Submit এ ক্লিক করুন।এইভাবে সহজেই আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে পারবেন। এরপর হোম পেজে দেখতে পারবেন, আধার ডকুমেন্ট আপডেট হয়েছে কিনা ইত্যাদি বিষয়।

Aadhar Card Document Update Link:- Click Now