শিক্ষা
ABC Id প্রত্যেক ছাত্র ছাত্রীর বানতে হবে জানিয়ে দিলো UGC দেখুন
UGC (University Grant commission) চালু করলো Academic Bank of Credits (ABC) Id কার্ড বা Account। ABC Id এর হল একটি ভার্চুয়াল/ডিজিটাল স্টোর হাউস যেখানে ছাত্র-ছাত্রীরা যা শিখবে ও লাভ করবে সেই সমস্ত অর্জিত ক্রেডিট তথ্য যুক্ত হবে এই কার্ডে। যা ভবিষ্যতে পড়ুয়াদের অনক কাজে আসবে।এককথায় পড়ুয়ারা যখন বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে যা নাম্বার অর্জন করবে সেই সমস্ত ক্রেডিট এখানে যুক্ত থাকবে।
ABC Id Online Apply / How To Create ABC Id Online / How To Apply Online Academic Bank of Credit
১) প্রথমে আপনাকে Digi Locker এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। লিংকটি নিচে দেওয়া হলো।
২) এরপর Sign Up এ ক্লিক করে নাম,জন্ম তারিখ,লিঙ্গ, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার ও পিন নং(পছন্দ মতো) বসিয়ে দিয়ে রেজিস্ট্রেশন করুন।
৩) রেজিষ্ট্রেশন হয়ে গেলে Log In করুন।
৪) লগইন করলে Dashboard চলে আসবে। এরপর ABC Id লিখে সার্চ এ সার্চ করলেই, নিচে ABC Account Open করার লিংক আসবে সেখানে ক্লিক করুন।
৫) এরপর নাম,জন্ম তারিখ, লিঙ্গ চলে আসব,শুধু নিচে কোন বর্ষের ছাত্র ও কোন বিশ্ববিদ্যালয়ে পাঠরত তা উল্লেখ করে সাবমিট করলেই কার্ড তৈরি হয়ে যাবে।
৬) এরপর আপনার Academic Bank of Credit Card Download করে নিন।
Website Link:- Click
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন লিংক