চাকরি

বাংলা সহয়তা কেন্দ্রের মতো ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ শুরু হলো দেখুন?

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

পশ্চিমবঙ্গ সরকার ২০২০ সালে বাংলা সহায়তা কেন্দ্র প্রকল্পটি চালু করেন। এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই ২০২১ সাল অবধি পশ্চিমবঙ্গ জুড়ে ৩ হাজার ৫৬১টি বিএসকে কেন্দ্র মারফৎ ১ কোটির বেশি মানুষকে পরিষেবা প্রদান করা হয়েছে।বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ করা হয়েছে Webel Technology Limited (WTL), a Govt. of West Bengal Undertaking।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ইতিমধ্যেই Webel Technology Limited (WTL) এর তরফ থেকে নতুন করে আরও DEO অর্থাৎ Data Entry Operator পদে কর্মী নিয়োগ এর নতুন নোটিফিকেশন প্রকাশিত করা হলো। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে-মেয়ে সবাই আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, বেতন কি রয়েছে মাসিক, নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো….

পদের নামঃ– DEO(Data Entry Operator)
বয়সঃ– আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে থাকতে হবে।
যোগ্যতাঃ– গ্রাজুয়েশন করা ও পাশাপাশি কম্পিউটার এপ্লিকেশন কোর্স করা থাকতে হবে।
বেতনঃ– প্রতি মাসে এই পদে ২৫,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতিঃ– আবেদন করতে হবে জিমেইল এর মাধ্যমে। অফিসিয়াল নোটিফিকেশন এ দেওয়া জিমেইল আইডিতে পাঠাতে হবে ডকুমেন্টস সহ Application Format টি ফিলাপ করে। নিচে দেওয়া হলো।

আবেদনের শেষ তারিখঃ– 31/08/2023

Official Website Link:- ক্লিক

Notification Download Link:- ডাউনলোড

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন লিংক নিচে দেওয়া হলো

 

Related Articles

Back to top button