আবাস প্লাস যোজনা ঘরের টাকা কে কবে পাবেন দেখুন লিস্টে নাম
আবাস প্লাস যোজনা ঘরের লিস্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। কারা কারা ঘর পাবে, কারা ঘর পাবে না? কিংবা আপনার এলকায় কে কে ঘর পাচ্ছে এখন আপনি অনলাইনে তা চেক করতে পারবেন।
শুধু তাই নয়,কবে কোন ব্যাঙ্কের একাউন্টে টাকা আসলো এখন আপনি অনলাইনে তা চেক করতে পারবেন।
আবাস প্লাস যোজনা ২০২৩ ঘরের টাকা ১ লক্ষ ২০ হাজার টাকা।
- প্রথম কিস্তি ৬০ হাজার টাকা,
- দ্বিতীয় কিস্তি ৫০ হাজার টাকা ও
- তৃতীয় কিস্তি ঘরের দেওয়া হয় ১০ হাজার টাকা।
মোট ১,২০,০০০ টাকা ঘর বানানোর জন্য দেওয়া হয়।
আবাস যোজনার ১ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে কেন্দ্র সরকার দিয়ে থাকে ৬০% টাকা আর রাজ্য সরকার দিয়ে থাকে ৪০% টাকা, মোট টাকার।
আবাস প্লাস যোজনাতে নাম রয়েছে কি না, কিভাবে চেক করবেন দেখুন।
Awas Plus Yojana Gramin List 2023:-
১) প্রথমে আপনাকে pmayg.nic.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Main Menu থেকে Awaassoft এ ক্লিক করুন।
৩) Awaassoft এ ক্লিক করার পর Report এ ক্লিক করুন।
৪) Report এ ক্লিক করার পর Social Audit Reports অপশনে থাকা Beneficiary details for verification এ ক্লিক করুন।
৫) এরপর রাজ্যের নাম,জেলার নাম,ব্লকের নাম,গ্রাম পঞ্চায়েতের নাম বসিয়ে দিন ও কোন সালের ঘরের লিস্ট দেখতে চান তা সিলেক্ট করুন ও সাবমিট করুন।
৬) আপনার সামনে আপনার এলাকায় যে সমস্ত ব্যক্তির লিস্টে নাম রয়েছে তা চলে আসবে। এখন আপনার নাম খুঁজে নিন ও নামের পাশের রেজিষ্ট্রেশন নাম্বার লিখে রাখুন।
Awas Plus Yojana Amount Date 2023:-
আবাস প্লাস যোজনার ঘরের টাকা কবে ও কোন একাউন্টে আসবে কিভাবে চেক করবেন দেখুনঃ-
১) প্রথমে আপনাকে pmayg.nic.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Main Menu থেকে Stakeholders এ ক্লিক করুন। এরপর IAY/PMAYG Beneficiary তে ক্লিক করতে হবে।
৩) পরবর্তী পেজে রেজিষ্ট্রেশন নাম্বার বসিয়ে দিয়ে সাবমিট করুন।
৪) এরপর আপনার সামনে আপনার ডিটেইলস আসবে, সেখানে নাম,ঠিকানা, কোন ব্যাঙ্ক একাউন্টে টাকা আসবে, কবে আসলো তা দেখতে পারবেন।
Website Link:- Click