টেক টিপস

BDO ইনকাম সার্টিফিকেট অনলাইন আবেদন ও ডাউনলোড নতুন পদ্ধতি দেখুন

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

BDO Income Certificate Online Apply:- বিডিও ইনকাম সার্টিফিকেট অনলাইনে খুব সহজেই আবেদন করুন ও অনলাইন থেকে সহজেই ডাউনলোড করে নিন। স্কলারশিপ থেকে শুরু করে বিভিন্ন কাজে BDO Income Certificate দরকার পরে। আর এখন BDO Income সার্টিফিকেট নিতে BDO Office এ যেতে হবে না। অনলাইনে বাড়িতে বসে আবেদন করলেই হয়ে যাবে। এরপর অনলাইন থেকে খুব সহজেই বিডিও ইনকাম সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

BDO Income Certificate Documents:– বিডিও ইনকাম সার্টিফিকেট অনলাইনে আবেদন করার জন্য ৩ টি ডকুমেন্টস লাগবে
একটি বসবাসের প্রমাণপত্র, আর অঞ্চলের প্রধান কিংবা কাউন্সিলর এর কাছ থেকে একটি ইনকাম সার্টিফিকেট আর অপরটি হলো পাসপোর্ট সাইজের ফটো।

বসবাসের প্রমাণপত্র হিসাবেঃ- আধার কার্ড / ভোটার কার্ড / পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স / রেশন কার্ড ইত্যাদি ডকুমেন্টস দিতে পারবেন।

BDO Income Certificate Online Apply West Bengal :-

১) প্রথমে আপনাকে edistrict.wb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। লিংকটি নিচে দেওয়া হলো।


২) এরপর New Registration এ ক্লিক করে নাম,মোবাইল নাম্বার ও পছন্দ মতো User Name ও পাসওয়ার্ড বসিয়ে রেজিষ্ট্রেশন করে নিন।
৩) এরপর হোম পেজে এসে User Name & Password উল্লেখ করে লগইন করুন।
৪) পরবর্তী পেজে Certificate এ ক্লিক করে Income Certificate এ ক্লিক করুন।
৫) এরপর কি কি ডকুমেন্টস লাগবে তা দেখা যাবে। আর সমস্ত ডকুমেন্টস 100KB এর মধ্যে JPG/JPEG/PDF ফরমেটে আপলোড করতে হবে। নিচে Apply এ ক্লিক করুন।
৬) এরপর নাম,ঠিকানা,বাবার নাম উল্লেখ করুন ও পরবর্তী ধাপে ডকুমেন্টস আপলোড করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।
৭) এরপর Track Application এ ক্লিক করে দেখে নিন সার্টিফিকেট এপ্রুভ হয়েছে কিনা,হলে ডাউনলোড করে নিন। যদি তাড়াতাড়ি সার্টিফিকেট এপ্রুভ এর প্রয়োজন পরে তাহলে আবেদন রিসিভ কপি নিয়ে, BDO Office এ যোগাযোগ করুন।

Website Link:- Apply

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন লিংক নিচে দেওয়া হলো

Related Articles

Back to top button