খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ ১৩ হাজার টাকা মাস,আবেদন করুন তাড়াতাড়ি

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

খাদ্য দপ্তরের (F&S) মাধ্যমে রাজ্যে ব্লকে অ্যাডিশনাল ডাটা এনট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে এই নিয়োগটি হবে। কিভাবে আবেদন করবেন? কতগুলো শূন্যপদ? কি কি ডকুমেন্টস লাগবে? সমস্ত কিছু দেখে নিচ্ছি….

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নোটিশ নাম্বরঃ– 1508/SURI/ II

পদের নামঃ– অ্যাডিশনাল ডাটা এনট্রি অপারেটর (Additional Data Entry Operator)

বেতনঃ– প্রতি মাসে 13,000 টাকা করে দেওয়া হবে।

বয়সসীমাঃ– আবেদনকারীর বয়স 18-40 বছরের মধ্যে থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ– যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েশন অর্থাৎ স্নাতক পাশ হতে হবে। সেইসঙ্গে ১ বছরের কম্পিউটার কোর্স করা থাকতে হবে।

শুন্যপদঃ – ১ টি।

নিয়োগ প্রক্রিয়াঃ– লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

নিয়োগের স্থানঃ- নিয়োগ করা হবে Suri-II Development Block, Purandarpur, Birbhum.

আবেদন পদ্ধতিঃ– আবেদন করতে হবে অফলাইনে,নির্দিষ্ট ফর্মটি ফিলাপ করে সমস্ত ডকুমেন্টস এর জেরক্স একসাথে করে খামে ভরে বীরভূম জেলার সিউড়ি-II ব্লকের ড্রপ বক্সে জমা করে আসতে হবে।

ডকুমেন্টসঃ

(1) একটি বায়োডাটা (পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে)

(2) মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স (সেলফ অ্যাটেস্টেড)

(3) গ্র্যাজুয়েশনের মার্কশীট অথবা সার্টিফিকেটের জেরক্স (সেলফ অ্যাটেস্টেড)

(4) কম্পিউটার সার্টিফিকেটের জেরক্স (সেলফ অ্যাটেস্টেড)

(5) আঁধার কার্ডের জেরক্স (সেলফ অ্যাটেস্টেড)

(6) ভোটার কার্ডের জেরক্স (সেলফ অ্যাটেস্টেড)।

Application Form & Notice Download Link:- Click