জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন ও ডাউনলোড করুন মোবাইলে
জন্ম সার্টিফিকেট (Birth Certificate) হলো একটি সরকারি প্রয়োজনীয় নথিপত্র। বর্তমানে কোনও শিশু যদি সরকারি বা বেসরকারি হসপিটালে জন্মগ্রহণ করে, তাহলে জন্মের পর সেই শিশুর জন্মের প্রমাণপত্র অর্থাৎ Birth Certificate হসপিটাল থেকেই বানিয়ে দেওয়া হয়।
কিন্তু আপনি যদি আপনার কিংবা আপনার শিশুর জন্ম সার্টিফিকেট না বানিয়ে থাকেন, তাহলে আপনি এখন বাড়িতে বসে অনলাইনে মোবাইল ফোন দিয়ে জন্ম সার্টিফিকেট বানাতে পারবেন। এছাড়াও অনলাইন থেকেই জন্ম সার্টিফিকেট ডাউনলোড ও করে নিতে পারবেন। এরজন্য কোথাও ডকুমেন্টস জমা বা কোনো অফিসে যেতে হবে না।
কিভাবে আপনি জন্ম সার্টিফিকেট অনলাইনে আবেদন করবেন ও কি কি ডকুমেন্টস লাগবে? তা আজকের প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করে নিলাম।
জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন | Birth Certificate Online Apply West Bengal
১) প্রথমে আপনাকে জন্ম সার্টিফিকেট এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। লিংক নিচে দেওয়া হলো।
২) এরপর Menu>Citizen Services>Birth এ ক্লিক করুন।
৩) এরপর Apply For New Registration এ ক্লিক করে মোবাইল নাম্বার দিয়ে লগইন করুন।
৪) এরপর আপনার সামনে আবেদন ফর্মটি চলে আসবে –
ক) শিশুর তথ্য:- নাম,বয়স,লিঙ্গ।
খ) জন্মের স্থান:- রাজ্য,জেলা,ব্লক,পিন নং ইত্যাদি।
গ) পিতার তথ্য:- পিতার নাম,মোবাইল নাম্বার, একটি আইডি প্রমাণ পত্র।
ঘ) মাতার তথ্য:- মাতার নাম,মোবাইল নাম্বার, একটি আইডি প্রমাণ পত্র।
ঙ) শিশুর জন্মের সময় মাতার ঠিকানা:- মায়ের ঠিকানা উল্লেখ করুন।
চ) পিতা ও মাতার তথ্য:- পিতা ও মাতার ধর্ম, শিক্ষাগত যোগ্যতা ও পেশা।
ছ) হসপিটাল ছুটির সার্টিফিকেট আপলোড করুন ও সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।
Website Link:- Click
Birth Certificate Status Check:- Click
Birth Certificate Download Link:- ডাউনলোড
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন লিংক