ইন্টারভিউ এর মাধ্যমে ব্লকে সুপারভাইজার নিয়োগ,আবেদন করুন সরাসরি

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

রাজ্যে ইন্টারভিউ এর মাধ্যমে সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে ব্লকের Cooked Mid-day-Meal programme এ। প্রতি মাসে বেতন রয়েছে ১০ হাজার টাকা করে।যদি আপনি সরকারি চাকরি খুঁজছেন,তাহলে আজকের প্রতিবেদনটি আপনাদের জন্য। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে বিস্তারিত নিম্নে আলোচনা করা হলো।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

পদের নামঃ– Block Level Supervisor
বেতনঃ– Block Level Supervisor পদে কর্মীদের প্রতি মাসে ১০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতিঃ– নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে।
বয়সঃ– এই পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে 01/10/2023 অনুযায়ী 64 বছরের মধ্যে।

যোগ্যতাঃ Block Level Supervisor পদে আবেদন করার জন্য কোনোরকম শিক্ষাগত যোগ্যতার উল্লেখ নেই। তবে আবেদন করার জন্য অবসরপ্রাপ্ত শিক্ষক/সরকারি কর্মচারী হতে হবে।
ডকুমেন্টসঃ
১) বয়সের প্রমাণ পত্র।
২) PPO/ Pension Documents।
৩) শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র।
৪) ঠিকানার প্রমান পত্র হিসাবে – আধার কার্ড / ভোটার কার্ড।

ইন্টারভিউ এর স্থানঃ– Block Development Officer, Katwa-l Development Block, Vill-Panchghara, P.O.-Khajurdhi, Dist-Purba Bardhaman।
ইন্টারভিউ এর তারিখঃ– 13/09/2023 সকাল 11AM এ।

আবেদন পদ্ধতিঃ– আবেদন করতে হবে অফলাইনে। এরজন্য আগে থেকে আবেদন ফর্ম কোথাও জমা করতে হবে না। সরাসরি ইন্টারভিউ এর দিন নির্দিষ্ট স্থানে BIO-DATA থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস জেরক্স ও অরিজিনাল নিয়ে যেতে হবে।

আবেদন ফর্ম ডাউনলোড লিংকঃ- ক্লিক
Official Notification:- ডাউনলোড
Website Link:ক্লিক

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন