প্রকল্প

রেশন কার্ডে নাম,ঠিকানা,বয়স,বাবা/স্বামীর নাম সংশোধন করুন নতুন পদ্ধতি

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

রেশন কার্ড নাম,ঠিকানা, বয়স,বাবার নাম/স্বামীর নাম ইত্যাদি সংশোধন করুন এখন খুব সহজেই। রেশন কার্ড ফরম ৫ ফিলাপ এর মাধ্যমে রেশন কার্ড সংশোধন কিভাবে করবেন ও কি কি ডকুমেন্টস লাগবে, নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ডকুমেন্টসঃ
১) আধার কার্ড।
২) ভোটার কার্ড / জন্ম সার্টিফিকেট / পাসপোর্ট / প্যান কার্ড-ঠিকানা,নাম পরিবর্তন এর জন্য।
৩) ৫ বছরের নিচে বাচ্চাদের জন্য জন্ম সার্টিফিকেট লাগবে।
৪) রেশন কার্ড।

আবেদন পদ্ধতিঃ-
১) প্রথমত নিচে দেওয়া আবেদন ফর্মটি ডাউনলোড করে নিন।
২) এরপর নাম,ঠিকানা, বয়স উল্লেখ করুন।
৩) পরবর্তী ধাপে মোবাইল নাম্বার উল্লেখ করুন।
৪) আবেদনকারীর আধার কার্ড নাম্বার বসিয়ে দিন।
৫) এরপর আবেদন ফর্ম ও ডকুমেন্টস একসাথে করে জমা করুন অফিসে।

আবেদন ফর্ম কেথায় জমা করতে হবে?
নিকটবর্তী খাদ্য দপ্তর অফিসে কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করুন।

Ration Card From V Download Link / আবেদন ফর্ম ডাউনলোড লিংকঃ- ডাউনলোড

আবেদন স্ট্যাটাস চেকঃ-
১) প্রথম আপনাকে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর CHECK STATUS OF RATION CARD APPLICATION এ ক্লিক করুন।
৩) এরপর আবেদন ফর্ম নাম্বার সিলেক্ট করুন ও রেজিস্ট্রার মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে চেক করে নিন।

Ration Card Status Website Link:- ক্লিক

Ration Card Download Online / রেশন কার্ড ডাউনলোডঃ-
1) প্রথমে আপনাকে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
2) এরপর E-RATION CARD অপশনে ক্লিক করুন।
3) পরবর্তী পেজে Click To Download E Ration Card এ ক্লিক করুন।
4) পরবর্তী পেজে রেশন কার্ড নাম্বার বসিয়ে দিয়ে সাবমিট করলেই রেশন কার্ড ডাউনলোড হয়ে যাবে।

Ration Card Download Link:- ডাউনলোড

Website Link:- ক্লিক

Related Articles

Back to top button