Free WiFi! এখন বাড়িতে বসিয়ে নিন ফ্রিতে WIFI, দেখুন আবেদন পদ্ধতি!

Khalek Rahaman
google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

এখন সম্পূর্ণ বিনামূল্যে বাড়িতে WIFI বসিয়ে নিন। BSNL গ্রাহকদের কথা মাথায় রেখে এই অফার ঘোষণা করেছে। বাড়িতে Bharat Fibre Connection বসিয়ে নিন আর উপভোগ করুন সর্বোচ্চ ইন্টারনেট স্পিড 300Mbps পর্যন্ত। WiFi বসানোর জন্য দিতে হবে না কোনো ইনস্টলেশন চার্জের টাকা।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

বাড়িতে WiFI বসাতে চাচ্ছেন! তাহলে আপনাকে সুবর্ণ সুযোগ করে দিচ্ছে BSNL Bharat Fibre। এখন বাড়িতে বসিয়ে নিন BSNL Bharat Fibre Connection আর উপভোগ করুন Unlimited ইন্টারনেট। যত ইচ্ছে ইন্টারনেট খরচ করুন BSNL Bharat Fiber BB কিংবা BSNL Airfiber Plans এ।

কিভাবে বুকিং করবেন Bharat Fibre Connection, তা সম্পূর্ণ আবেদন পদ্ধতি দেখে নিন, আজকের প্রতিবেদনে।

BSNL Book Bharat Fibre Connection / How To Apply BSNL Bharat Fibre Connection

১) প্রথমে আপনাকে bsnl.co.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Book Bharat Fibre Connection লেখার উপরে ক্লিক করুন। কিংবা নিচের লিংকে ক্লিক করে সরাসরি আসুন।

৩) এরপর পরবর্তী পেজে সার্ভিস সিলেক্ট করুন – Bharat Fiber BB নাকি Bharat Airfiber, কোন সার্ভিস বাড়িতে ইনস্টলেশন করতল চাচ্ছেন তা সিলেক্ট করুন।
৪) এরপর আপনার রাজ্যের নাম,পিন কোড, নাম, মোবাইল নাম্বার, জিমেইল আইডি উল্লেখ করে Send OTP তে ক্লিক করুন।
৫) এরপর আপনি কোন Plan নিতে চাচ্ছেন, তা সিলেক্ট করুন এরপর নিচে OTP উল্লেখ করে সাবমিট করুন।
৬) পরবর্তী পেজে আপনার ঠিকানা উল্লেখ করুন ও রেজিস্ট্রার এ ক্লিক করুন।
৭) Bharat Fibre Connection বুকিং সম্পন্ন হলে একটি রেফারেন্স নাম্বার পাবেন, এরপর কোম্পানির তরফ থেকে বাকি আপডেট জানিয়ে দিবে। আরও বিশদে জানতে BSNL Bharat Fibre Connection এর অফিসিয়াল হেল্প লাইন নাম্বারে যোগাযোগ করুন।

BSNL Book Bharat Fibre Connection Online Apply Link:- Click

Website Link:- Click