মাধ্যমিক পাশে রেলে চাকরি,দেখুন আবেদন পদ্ধতি?
আপনি কি মাধ্যমিক পাশ যোগ্যতায় সরকারি চাকরি খুঁজছেন? তাহলে ভারতীয় রেল ও পূর্ব রেল আপনাকে মাধ্যমিক পাশ যোগ্যতায় বিভিন্ন পদে চাকরির সুযোগ করে দিচ্ছে। ভারতের যেকোনো নাগরিক এইসব শূন্যপদে আবেদন করতে পারবে।অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই সমস্ত পদে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি কি রয়েছে, আবেদন কতদিন পর্যন্ত চলবে, বেতন কাঠামো কিরকম ইত্যাদি বিস্তারিত নিম্নে আলোচনা করা হলো।
পদের নামঃ– ASSTT.LOCO PILOT, TECHNICIAN, JUNIOR ENGINEER &TRAIN MANAGER
বয়সঃ– 01/01/2024 এর তারিখের নিরিখে জেনারেল কেটাগরির প্রার্থীদের সর্বোচ্চ 42 বছরের মধ্যে বয়স থাকতে হবে। OBC প্রার্থীদের 45 বছরের মধ্যে বয়স থাকতে হবে ও SC/ST প্রার্থীদের 47 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে।
বেতনঃ– প্রতি মাসে বেতন দেওয়া হবে Pay Level(7th CPC Pay Matrix) 2 ও 6 অনুয়ায়ী সরকারি নিয়ম অনুসারে।
শূন্যপদঃ– শূন্য 600+ রয়েছে।
যোগ্যতাঃ– আবেদনকারীকে মাধ্যমিক কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ করা থাকতে হবে। পাশাপাশি ITI যোগ্যতা থাকতে হবে পদ অনুযায়ী ভিন্ন ভিন্ন।
আবেদন করার আগে নিচে দেওয়া আবেদন ফর্মটি ডাউনলোড করে ভালো ভাবে পড়ে নিন একবার।
আবেদন ফিঃ– আবেদন ফি লাগবে না,সম্পূর্ণ বিনামূল্য আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতিঃ– আবেদন করতে হবে অনলাইনে।
a. Click on the “GDCE ONLINE/ E-Application” Link.
b. Click on the “New Registration”
c. Fill up the basic details i.e., Name, Sex(Male/Female/Transgender), Community, DOB, Employee ID,HRMS ID, Mobile No., Email ID
d. Candidate, etc., and will get Registration Number and a message of the same will also be sent on registered mobile no and email id. Candidate should save the registration number for any future reference or to login again.
e. Candidate Dashboard will appear for filling up Personal details.
f. Fill up the Personal details.
g. Fill up the Employment details
h. Fill up the Educational Qualification details.
i. Upload the required documents
ডকুমেন্টস কি কি লাগবেঃ- ফটো,সিগনেচার,বয়সের প্রমাণ পত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ ইত্যাদি।
নিয়োগ পদ্ধতিঃ- কম্পিউটার টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন ও ইন্টারভিউ এর মাধ্যমে।
আবেদনের শেষ তারিখঃ– 30/08/2023। একজন প্রার্থী একটি মাত্র পদের জন্য আবেদন করতে পারবেন। একের অধিক আবেদন করলে বাতিল হয়ে যাবে ফর্ম।
ওয়েবসাইট লিংকঃ– Click
অফিসিয়াল নোটিফিকেশনঃ– DownloadDownload
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন