চাকরি

উচ্চ মাধ্যমিক পাশে চাকরি বেতন ১৪ হাজার ৫৬৪ টাকা করে দেখুন

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

উচ্চ মাধ্যমিক পাশ থাকলেই পাবেন সরকারি চাকরি। উচ্চ মাধ্যমিক পাশে রাজ্যে নতুন শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। ইচ্ছুক প্রার্থীরা এই সমস্ত পদে আবেদন করতে পারবেন। প্রতি মাসে ১৪ হাজার ৫০০ টাকা করে রয়েছে বেতন। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, বেতন কি রয়েছে, নিয়োগ কোথায় করা হচ্ছে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো….

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পদের নামঃ– House Mother
বেতনঃ– এই পদে প্রতি মাসে বেতন রয়েছে ১৪ হাজার ৫৬৪ টাকা করে।
বয়সঃ– House Mother পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
যোগ্যতাঃ– আবেদনকারীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ করা থাকতে হবে। পাশাপাশি Child Care Programme / Institutions এ ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নামঃ– Office-in-Charge
বেতনঃ– এই পদে বেতন রয়েছে ৩৩ হাজার ১০০ টাকা করে।
বয়সঃ– আবেদনকারীর বয়স থাকতে হবে ২৭ থেকে ৪২ বছরের মধ্যে।
যোগ্যতাঃ– আবেদন করতে গেলে LLB অথবা Master Degree করা থাকতে হবে Psychology / Social Work / Social Science এর ওপর। পাশাপাশি শিশু কল্যাণ ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা ও কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা করা থাকতে হবে এবং প্রশাসনিক/ব্যবস্থাপক ক্ষমতার অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন পদ্ধতিঃ– আবেদন করতে হবে অফলাইনে। নিচে দেওয়া আবেদন ফর্মটি ডাউনলোড করে সেটিকে একটি A4 Page এ Print করে তা সঠিক ভাবে ফিলাপ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে।

ডকুমেন্টসঃ– বয়সের প্রমাণ হিসাবে- জন্ম সার্টিফিকেট / মাধ্যমিক এডমিট কার্ড / মাধ্যমিক পাশ সার্টিফিকেট।
বসবাসের প্রমাণপত্র হিসাবে- আধার কার্ড / ভোটার কার্ড অথবা Residential Certificate হিসাবে – MLA/MP/BDO/SDO/Pradhan/Councillor এর দেওয়া যাবে।
শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, কম্পিউটার সার্টিফিকেট।

জমা দেওয়ার ঠিকানাঃ– To The Social Welfare Section, Office Of The Distrim Magistrate, Nadia, Krishnanagar, Pin 741101

আবেদনের শেষ তারিখঃ- 07/08/2023

Application Form & Notice Download Link:- Download

Website Link:Click

(বিঃদ্রঃ- আবেদন করার আগে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে, তা ভালো ভাবে দেখুন এরপর আবেদন করুন।)

Related Articles

Back to top button