ট্রেন্ডিং খবর

ফেসবুকে নামের পাশে ব্লু টিক দিচ্ছে,আবেদন করুন

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

নামের পাশে ব্লু টিক দেখতে কার না ভালো না লাগে। আমাদের প্রত্যেকের কমবেশি ফেসবুক একাউন্ট ও ফেসবুক পেজ রয়েছে। আপনি এখন খুব সহজেই ফেসবুক নামের পাশে ব্লু টিক নিতে পারবেন। ফেসবুক দিচ্ছে এই সুবিধা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ফেসবুক একাউন্ট ভেরিফাই টিক চিহ্ন নিতে গেলে কি কি শর্তের মধ্যে পড়তে হবে? কিভাবে আবেদন করবেন তা আজকের প্রতিবেদনে আমরা দেখে নিচ্ছি।

ফেসবুক ভেরিফাই টিক নিতে শর্ত কি কি রয়েছে / ফেসবুক আইডি ব্লু ভেরিফিকেশন কররা শর্ত / Facebook Account Verify Eligibility

১) আপনার নিজস্ব একটি ফেসবুক একাউন্ট থাকতে হবে। অর্থাৎ নিজের সঠিক নামে ফেসবুক আইডি থাকতে হবে।
২) আপনার বয়স থাকতে হবে কমপক্ষে ১৮ বছর।
৩) ফেসবুক একাউন্টটি যদি বিজনেস একাউন্ট হয়ে থাকে, তাহলে এই সুবিধা পাওয়া যাবে না।
৪) ফেসবুক আইডি টু স্টেপ ভেরিফিকেশন থাকতে হবে।
৫) ফেসবুক একাউন্টে কমপক্ষে কিছু পোস্ট থাকতে হবে।

৬) ফেসবুক আইডিতে নিজস্ব ফটো থাকতে হবে।
৭) আপনার ফেসবুক নামের সাথে আইডি প্রুফ নাম ও জন্ম তারিখ যেন একই থাকে।
৮) এই সমস্ত ডকুমেন্টস এর মধ্যে একটি ডকুমেন্টস থাকতে হবে। যেমনঃ- আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, জন্ম সার্টিফিকেট, ন্যাশনাল আইডেন্টিটি কার্ড।
৯) আপনার ফেসবুক নাম যদি কোনোরম স্টাইলিশ কিংবা কোনো চিহ্ন ইত্যাদি থাকে, তাহলে হবে না।

Facebook ভেরিফিকেশন আইডি নিলে কি কি সুবিধা রয়েছেঃ-

১) আপনি একটি ব্লু টিক যুক্ত নামের পাশে ভেরিফিকেশন ব্যাচ পাবেন।
২) আপনার ফেসবুক একাউন্টটিকে আরও বেশি সুরক্ষিত রাখা হবে।
৩) ফেসবুক আইডিতে কিছু সমস্যা হলে তার সমাধান পথ খুঁজে দিবে।
৪) বিভিন্ন ইউনিক স্টিকার পাবেন।

How To Apply Facebook Meta Verification Online Bengali / How To Apply Facebook Verification

১) প্রথমে আপনাকে আপনার ফেসবুক একাউন্ট লগইন করতে হবে।

২) এরপর প্রোফাইল এ থাকা তিনটি ডটে ক্লিক করুন।
৩) এরপর Meta Verified অপশনে ক্লিক করুন।
৪) এরপর Get Started অপশনে ক্লিক করুন।
৫) এরপর আপনাকে ৬৯৯ টাকা পেমেন্ট করতে হবে। এরজন্য Pay তে ক্লিক করুন।
৬) Pay তে ক্লিক করতে পেমেন্ট এর পেজটি আপনার সামনে চলে আসবে। Facebook Verification Badge নেওয়ার জন্য আপনাকে প্রতি মাসে ৬৯৯ টাকা করে পেমেন্ট করতে হবে।
৭) এরপর পেমেন্ট করে দিলেই আপনার আবেদন হয়ে যাবে। এরপর কিছুক্ষণ পর ফেসবুক আইডিতে ব্লু টিক চলে আসবে।

Facebook Meta Verification Apply Link:-

Apply Facebook Verification 

Related Articles

Back to top button