ট্রেন্ডিং খবর

১৫ আগস্ট উপলক্ষে হর ঘর তিরঙ্গা সার্টিফিকেট দিচ্ছে সরকার,ফ্রি ডাউনলোড করুন

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

হাতে মাত্র আর কয়েকঘন্টার অপেক্ষা, তারপরই শুরু হচ্ছে দেশজুড়ে স্বাধীনতা দিবস পালন।গত বছর(২০২২) ২২শে জুলাই ‘হর ঘর তিরঙ্গা’র সূচনা করেন নরেন্দ্র মোদী।আর সেই বছর থেকেই চালু হয়েছে হর ঘর তিরঙ্গা অভিযান। হর ঘর তিরঙ্গায় আবেদন করলে(Online Apply) পেয়ে যাবেন একটি সার্টিফিকেট, সম্পূর্ণ বিনামূল্যে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

হর ঘর তিরঙ্গা নিয়ে টুইটারে(Twitter) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে বলেন, “তিরঙ্গা স্বাধীনতা এবং জাতীয় ঐক্যর চেতনার প্রতীক। তিরঙ্গার সঙ্গে প্রতিটি ভারতীয়র একটি আবেগপূর্ণ সংযোগ রয়েছে এবং এটি আমাদের জাতীয় অগ্রগতির জন্য কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করে। আমি আপনাদের সকলকে 13 থেকে 15 অগাস্ট হরঘর তিরঙ্গা অভিযানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইট এর পর এখন পর্যন্ত প্রায় সাড়ে ৭ কোটিরও বেশি মানুষ হর ঘর তিরঙ্গায় আবেদন করেছেন। আপনিও চাইলে আপনার ফটো/ সেলফি তুলে উক্ত ওয়েবসাইটে আপলোড করে হর ঘর তিরঙ্গায় সামিল হতে পারবেন ও পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে একটি হর ঘর তিরঙ্গা সার্টিফিকেট।

হর ঘর তিরঙ্গা সার্টিফিকেট অনলাইন আবেদন / Har Ghar Tiranga Online Apply

১) প্রথমে আপনাকে har ghar tiranga এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। লিংক নিচে দেওয়া রয়েছে।


২) এরপর Digital Teinga তে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Start এ ক্লিক করে দেখে নিন কত কোটি মানুষ সেলফি আপলোড করেছে,তাদের ফটো চলে আসবে।
৪) এখান থেকে সার্টিফিকেট ডাউনলোড করার জন্য, হোম পেজে থাকা Upload Selfie With Flag এ ক্লিক করুন।
৫) পরবর্তী পেজে নাম উল্লেখ করুন ও আপনার ফটো আপলোড করে,আপলোড এ এ ক্লিক করুন।
৬) এরপর আপনার সামনে হর ঘর তিরঙ্গা সার্টিফিকেট চলে আসবে।

Website Link:- Click

Related Articles

Back to top button