রুপশ্রী প্রকল্পে সরকারি চাকরি, আবেদন করুন অনলাইনে ফ্রিতে

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

রাজ্যে আরও নতুন সরকারি চাকরির নোটিফিকেশন প্রকাশিত হলো। যেখানে বিভিন্ন শূন্যপদে রুপশ্রী প্রকল্পে (Rupashree Prakalpa) নিয়োগ করা হচ্ছে। ছেলে-মেয়ে সবাই আবেদন করতে পারবেন। ইচ্ছুক প্রার্থীরা কিভাবে আবেদন করবেন নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো…

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

পদের নামঃ– Accountant
শূন্যপদঃ– ১ টি
যোগ্যতাঃ– আবেদনকারীর কমার্সে গ্রেজুয়েট পাশ থাকতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট সহ MS Word, MS Excel এর যাবতীয় কাজ জানতে হবে। এছাড়াও সরকারি কিংবা বেসরকারি সংস্থায় ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।


বেতনঃ– ১৫ হাজার টাকা করে মাসে
বয়সঃ– ৪০ বছরের মধ্যে বয়স থাকতে হবে। সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

পদের নামঃ– DEO (Data Entry Operator)
শূন্যপদঃ– ২ টি।
বয়সঃ– ৪০ বছরের মধ্যে থাকতে হবে এবং সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতনঃ– ১১ হাজার টাকা করে পাবেন মাসে।


যোগ্যতাঃ– যে কোনো শাখায় গ্রাজুয়েট পাশ করলে আবেদন করতে পারবেন পদে আবেদন করতে পারবে। সঙ্গে কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট সহ MS Word ও তার সম্পর্কে যাবতীয় কাজ জানতে হবে। এছাড়াও ১ বছরের সরকারি কিংবা বেসরকারি অফিসে এই কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপিং স্পিড 30 WPM থাকতে হবে।

নিয়োগ পদ্ধতিঃ– নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে।

আবেদন পদ্ধতিঃ– আবেদন করতে হবে অনলাইনে। এই সমস্ত পদে আবেদন করতে গেলে হুগলি জেলার Permanent বাসিন্দা হতে হবে। আবেদন করার জন্য হুগলি জেলার অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। নিম্নে দেওয়া রয়েছে…

আবেদনের শেষ তারিখঃ- ২৮/০২/২০২২

অফিসিয়াল নোটিফিকেশনঃ- ডাউনলোড

অনলাইন আবেদন লিংকঃ- Apply

অফিসিয়াল ওয়েবসাইটঃ- চেক

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক

Related News