রেশন দোকান ডিলারশিপ অনলাইন আবেদন শুরু হলো, কিভাবে আবেদন করবেন

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

আপনি কি রেশন দোকান এর ডিলারশিপ নিতে চাচ্ছেন? তাহলে আপনার জন্য সুখবর। ইতিমধ্যেই রাজ্যের প্রায় প্রতিটি জেলার ব্লকে ব্লকে নতুন করে রেশন ডিলার আবেদন শুরু হলো।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কিভাবে আবেদন করবেন রেশন ডিলার হওয়ার জন্য? কি কি বলা হয়েছে? কোন কোন জায়গায় আরও নতুন রেশন দোকান খোলা হবে? নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো…

Ration Shop Online Apply West Bengal 2022:-

১) এরজন্য আপনাকে প্রথমে খাদ্য দপ্তরের ওয়েবসাইট আসতে হবে।
২) এরপর PDS Licensing অপশনে ক্লিক করুন।
৩) এরপর নিচে Apply For New Fair Price Shop অপশন আসবে সেখানে ক্লিক করুন।


৪) পরবর্তী পেজে মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে লগইন করুন।
৫) এরপর আপনার সামনে নতুন করে রেশন দোকান খোলার জন্য আবেদন ফর্ম চলে আসবে।


৬) এরপর আপনি দেখে নিন আপনার জেলা ও ব্লকের/মিউনিসিপালিটির নাম এর পাশে Apply Now,এই অপশনে ক্লিক করে নাম, ঠিকানা ইত্যাদি তথ্য ভরিয়ে দিয়ে আবেদন করে ফেলুন। এছাড়াও সেখানেই আপনি অফিসিয়াল নোটিফিকেশন ইত্যাদি পেয়ে যাবেন।

Website Link:Apply

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন লিংক 

Related News