চাকরি

রাজ্যে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিলো,মাধ্যমিক পাশে আবেদন করুন

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

চাকুরী প্রার্থীদের জন্য সুখবর, রাজ্যে মাধ্যমিক পাশ কিংবা ফেল প্রার্থীদের জন্য নতুন চাকরির নোটিফিকেশন দিলে পশ্চিমবঙ্গ সরকার। আবেদন করতে হবে অফলাইনে। নিয়োগ করা হচ্ছে আশা কর্মীতে(Asha Karmi Recruitment) । শুধুমাত্র মাধ্যমিক পাশ বা ফেল থাকলেই আবেদন করতে পারবেন। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো….

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পদের নামঃ- আশা কর্মী।
বয়সঃ– ০১/০১/২০২১ অনুযায়ী জেনারেল দের বয়স থাকতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। আর তপশিলী জাতি ও তপশিলী উপজাতি প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে।

যোগ্যতাঃ– শুধুমাত্র মাধ্যমিক বা তার সমতূল্য পরীক্ষায় পাশ থাকলেই হবে।যাদের উচ্চ শিক্ষা রয়েছে তাঁরাও আবেদন করতে পারবেন তবে এক্ষেত্রে শুধু মাধ্যমিকের নাম্বারই হিসাব করা হবে।পাশাপাশি এই পদে শুধুমাত্র বিবাহিত অথবা বিধবা অথবা বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবেন।

নিয়োগের স্থানঃ– নিয়োগ করা হচ্ছে হুগলি জেলার বিভিন্ন মহকুমায়…
(১) আরামবাগ,(২) চন্দননগর, (৩) শ্রীরামপুর ও (৪) সদর ।

শূন্যপদঃ– প্রতিটি জায়গার জন্য আলাদা আলাদা শূন্যপদ রয়েছে…
(১) আরামবাগঃ- ৩৪ টি।

(২) চন্দননগরঃ- ৩৫টি।

(৩) শ্রীরামপুরঃ- ৪৪ টি।

(৪) সদরঃ- ৫১ টি।

নিয়োগ পদ্ধতিঃ- আশা কর্মী পদে নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই। ইন্টারভিউ কবে কোথায় কখন হবে তা প্রার্থীর উল্লেখিত ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে।

কি কি ডকুমেন্টস লাগবেঃ– আশা কর্মী পদে আবেদন করার জন্য এই সমস্ত ডকুমেন্টস লাগবে….

১) জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড।
২) ভোটার পরিচয়পত্র (EPIC) বা রেশন কার্ড।
৩) জাতিগত প্রমাণপত্র (তপশিলী জাতি, উপজাতি)।
৪) প্রার্থীর স্বাক্ষরসহ ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ফটো।
৫) মাধ্যমিক পরীক্ষা বা তার সমতূল্য পরীক্ষার মার্কশীট।

আবেদনের শেষ তারিখঃ– 22.11.2021 থেকে 13.12.2021 তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।সরকারি ছুটির দিন বাদ দিয়ে জমা দিতে হবে বেলা ১১ টা থেকে বিকেল ৫.৩০ মিনিট পর্যন্ত।

আবেদন পদ্ধতিঃ- আবদন করতে হবে অফলাইনে। উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টসের জেরক্স ও আবেদন ফর্মটি সঠিক ভাবে ফিলাপ করে নির্দিষ্ট সময়ের মধ্যে, নিজ নিজ সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ(বিডিও) অফিসের ড্রপ বক্সে জমা করতে হবে। নিচে আবেদন ফর্ম ডাউনলোড লিংক দেওয়া রয়েছে….

আরামবাগ আশা কর্মী নিয়োগঃClick

চন্দননগর আশা কর্মী নিয়োগঃ

Click

শ্রীরামপুর আশা কর্মী নিয়োগঃClick

সদর আশা কর্মী নিয়োগঃClick

আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন আপডেট সবার আগে পেতেঃ- ক্লিক করুন 

Related Articles

Back to top button