চাকরি

HS Pass Job 2024: উচ্চ মাধ্যমিক পাশে চাকরি পরীক্ষা ছাড়াই 2024, বেতন 15,800 টাকা! আবেদন পদ্ধতি দেখুন?

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। নিয়োগ করা হচ্ছে, প্রজেক্ট মাল্টি টাস্কিং স্টাফ, প্রজেক্ট টেকনিকাল সাপোর্ট, কনসালটেন্ট – সাইন্টিফিক, রিসার্চ অ্যাসোসিয়েট পদে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইমপ্লিমেন্টেশন রিসার্চ অন কমিউনিকেবল ডিজিজ এর তরফ থেকে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

চাকরি প্রার্থীদের জন্য এক সুবর্ণ সুযোগ! আপনি যদি চাকরি খুঁজছেন? তাহলে আজকের প্রতিবেদনটি ভালো ভাবে দেখুন। নিয়োগ করা হচ্ছে – Project Multi Tasking Staff, Project Technical Support III, consultant – Scientific, Research Associate – I পদে।

আজকের প্রতিবেদনে দেখে নিন, উপরে উল্লেখিত পদ গুলিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, বয়স কত চাওয়া হয়েছে, মাসিক বেতন কত টাকা করে দেওয়া হবে, আবেদন কিভাবে করবেন এবং ইন্টারভিউ কবে অনুষ্ঠিত হবে? বিস্তারিত থাকলো আজকের প্রতিবেদনে।

Project Multi-tasking Staff (MTS পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স থাকতে হবে, সর্বোচ্চ 25 বছর বয়সের মধ্যে। এই পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন রয়েছে, 15 হাজার 800 টাকা করে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ থাকতে হবে। এর পাশাপাশি উক্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

Project Technical Support – III পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স থাকতে হবে সর্বোচ্চ 35 বছর বয়সের মধ্যে। এই পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন রয়েছে 28 হাজার টাকা করে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ক্লিনিক্যাল সাইকোলজি / পাবলিক হেলথ / এপিডেমিওলজি/
সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক বিষয়ে।

এছাড়াও নিয়োগ করা হচ্ছে, Consultant Scientific পদে যেখান মাসিক বেতন রয়েছে 1 লক্ষ টাকা করে। এবং Research Associate – I পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে সর্বোচ্চ 35 বছর বয়সের মধ্যে ও এই পদে মাসিক বেতন রয়েছে 47 হাজার টাকা করে। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে শিক্ষাগত যোগ্যতা দেখে নিন।

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের এখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ অনুষ্ঠিত হবে 01.07.2024 তারিখে, বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় সকাল 9:00 টা এর মধ্যে উপস্থিত হতে হবে। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভালো ভাবে দেখুন।

HS Pass Job MTS Recruitment Notification 2024:- Download

Khalek Rahaman

বিগত প্রায় আট বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে জার্নালিজমে এমএ। তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনা। রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের সমস্ত রকম আপডেট(চাকরি/স্কলারশিপ/প্রকল্প ইত্যাদি) তাঁর নখদর্পণে রাখার চেষ্টা জারি আছে।

Related Articles

Back to top button