ইন্ডিয়ান আর্মি অনলাইন আবেদন শুরু হলো দেখুন ও যোগ্যতা কি
অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে Indian Army তে নিয়োগ এর ইতিমধ্যেই নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। Indian Army Agniveer Recruitment 2022 এর অনলাইন আবেদন ফর্ম ফিলাপ শুরু হয়েছে। Indian Army তে অষ্টম শ্রেণি পাশ, মাধ্যমিক পাশ ও উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবেন। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো…
Indian Army Agniveer Recruitment 2022 Eligibility:-
পদের নামঃ– Agniveer Tradesman
যোগ্যতাঃ– মাধ্যমিক পাশ থাকলেই আবেদন করতে পারবেন। প্রতিটি সাবজেক্ট এ কমপক্ষে ৩৩% নাম্বার থাকলেই আবেদন করতে পারবেন।
বয়সঃ– সাড়ে ১৭ থেকে ২৩ বছর এর মধ্যে বয়স থাকতে হবে।
বেতনঃ– 1st বছরে মাসে 30000 টাকা, 2nd বছর মাসে 33000 টাকা করে, 3rd বছর 36500 টাকা করে মাসে ও 4th বছর 40000 টাকা মাসে।
পদের নামঃ- Agniveer Tradesman
যোগ্যতাঃ– অষ্টম শ্রেণি পাশ থাকলেই আবেদন করতে পারবেন। প্রতিটি বিষয়ে ৩৩% নাম্বার থাকলেই আবেদন করা যাবে।
বয়সঃ– সাড়ে ১৭ থেকে ২৩ বছর এর মধ্যে বয়স থাকতে হবে।
বেতনঃ– 1st বছরে মাসে 30000 টাকা, 2nd বছর মাসে 33000 টাকা করে, 3rd বছর 36500 টাকা করে মাসে ও 4th বছর 40000 টাকা মাসে।
পদের নামঃ- Agniveer General Duty (All Arms)
যোগ্যতাঃ– মাধ্যমিক পাশ থাকতে হবে ৪৫% নাম্বার মোট থাকতে হবে প্রত্যেক সাবজেক্ট এ কমপক্ষে ৩৩% নাম্বার লাগবে।
বয়সঃ– সাড়ে ১৭ থেকে ২৩ বছর এর মধ্যে বয়স থাকতে হবে।
বেতনঃ– 1st বছরে মাসে 30000 টাকা, 2nd বছর মাসে 33000 টাকা করে, 3rd বছর 36500 টাকা করে মাসে ও 4th বছর 40000 টাকা মাসে।
পদের নামঃ– Agniveer Technical
যোগ্যতাঃ– উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে বিজ্ঞান বিভাগের উপর Physics, Chemistry, Maths and English সাবজেক্ট থাকতে হবে। মোট ৫০% নাম্বার পেতে হবে ও সাবজেক্ট প্রতি ৪০% নাম্বার থাকতে হবে। (10+2 / Intermediate Exam Pass in Science with Physics, Chemistry, Maths and English with min 50% marks in aggregate and 40% in each subject)
বয়সঃ– সাড়ে ১৭ থেকে ২৩ বছর এর মধ্যে বয়স থাকতে হবে।
বেতনঃ– 1st বছরে মাসে 30000 টাকা, 2nd বছর মাসে 33000 টাকা করে, 3rd বছর 36500 টাকা করে মাসে ও 4th বছর 40000 টাকা মাসে।
পদের নামঃ– Agniveer Clerk / Store Keeper (Technical)
যোগ্যতাঃ– উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে, Arts, Commerce, Science যেকোনো স্ট্রিম থেকে পাশ থাকলেই আবেদন করতে পারবেন। মোট ৬০% নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে ও প্রত্যেক সাবজেক্ট এ কমপক্ষে ৫০% নাম্বার পেতে হবে।
বয়সঃ– সাড়ে ১৭ থেকে ২৩ বছর এর মধ্যে বয়স থাকতে হবে।
বেতনঃ– 1st বছরে মাসে 30000 টাকা, 2nd বছর মাসে 33000 টাকা করে, 3rd বছর 36500 টাকা করে মাসে ও 4th বছর 40000 টাকা মাসে।
Indian Army Agniveer Selection Process 2022:-
১) শারীরিক দক্ষতা পরীক্ষা এবং শারীরিক পরিমাপ পরীক্ষা (PET এবং PMT)
২) লিখিত পরীক্ষা
৩) Trade Test (কোন পোস্টের জন্য প্রয়োজন হলে)
৪) ডকুমেন্ট ভেরিফিকেশন
৫) মেডিকেল পরীক্ষা
Official Notification:– Download
Online Apply Link:-
Indian Army Height & Chest & Weight West Bengal:-
১) Agniveer General Duty & Tradesmen:–
উচ্চতাঃ- 169CM
বুকের ছাতিঃ- 77CM
ওজনঃ- 50KG
২) Agniveer Technical:-
উচ্চতাঃ- 169CM
বুকের ছাতিঃ- 77CM
ওজনঃ- 50KG
৩) Agniveer Clerk/ Store Keeper Technical:-
উচ্চতাঃ- 162CM
বুকের ছাতিঃ- 77CM
ওজনঃ- 50KG
Agniveer Indian Army Online Apply Full Video:- Video Link
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক