ITBP Recruitment Notification 2024: মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ কনস্টেবল পদে, দেখুন আবেদন পদ্ধতি?
Indo Tibetan Border Police Force Recruitment Notification 2024: শুধু মাত্র মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। নিয়োগ করা হচ্ছে ITBP থেকে কনস্টেবল পদে। ভারত তথা পশ্চিমবঙ্গের সকল যোগ্য ছেলে ও মেয়েরা এই সকল পদে আবেদন করতে পারবেন।
ITBP Job Vacancy 2024: ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP) হল ভারতের কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী (CPMF), যা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা নিয়ন্ত্রিত হয়।নিয়োগ করা হচ্ছে Constable(Barber), Constable (Safai Karamchari এবং Constable (Gardener) পদে।
আজকের প্রতিবেদনে দেখে নিন, রাজ্যের যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা কিভাবে আবেদন করবেন এই পদে, কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা করে মাসিক বেতন দেওয়া হবে, আবেদন কতদিন পর্যন্ত চলবে, আবেদনের শেষ তারিখ কবে?ইত্যাদি বিস্তারিত তথ্য দেখুন আজকের প্রতিবেদনে।
ITBP Vacancy & Salary 2024: নিয়োগ করা হচ্ছে, মোট 143 টি শূন্যপদে। কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন রয়েছে কনস্টেবল পদে, Level – 3 অনুযায়ী 21 হাজার 700 টাকা থেকে 69 হাজার 100 টাকা পর্যন্ত।
আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্টে উচ্চ মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ 2024!
ITBP Education Qualification 2024: Constable (Barber & Safai Karamchari) পদে আবেদন করার জন্য আবেদন কারীদের বয়স থাকতে হবে, সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 25 বছর বয়সের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় থাকবে। এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাশ কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ।
Constable (Gardener) পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স থাকতে হবে, সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 23 বছর বয়সের মধ্যে। এছাড়াও যেসমস্ত সংরক্ষিত প্রার্থী রয়েছে, তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। এই পদে আবেদন করার জন্য যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাশ কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ। এর পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
ITBP Job Online Apply 2024: আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য https://recruitment.itbpolice.nic.in এর অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে 26/08/2024 তারিখের মধ্যে। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি ভালো ভাবে দেখুন, এরপর আবেদন করুন।
ITBP – Indo Tibetan Border Police Force Recruitment Notification 2024:- Download