সম্প্রতি কর কাঠামোয় বড় পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার।আজ ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে নয়া কর এছাড়াও করের চাপ কমতে চলছে বলে জানান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে ভাষণে বলেন, GST সংস্কারের ফলে নিত্যপ্রয়োজনীয় বহু পণ্যের দাম কমবে এবং সাধারণ মানুষ উপকৃত হবেন।
জিএসটি কাউন্সিলের ৬১তম বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এতদিন জিএসটিতে চার টাইপের করহার চালু ছিল ৫%, ১২%, ১৮%, ২৮% । এবার সেই ব্যবস্থা সরল করে রাখা হলো মাত্র দুটি করহার ৫% আর ১৮%। এর পাশাপাশি বিশেষ কিছু পণ্যে ৪০% কর আরোপ করে । এরফলে ব্যবসায়ীদের জন্য নিয়মকানুন সহজ হবে, আর ভোক্তাদের জন্য বাজারে মিলবে অনেক সস্তা পণ্য।
এবার সস্তায় পাওয়া যাবে যেসব পণ্য
দুধ, ছানা, পনির, রুটি, পাউরুটি, মাখন, ঘি, তেল, চিজ, বাদাম, ফলমূল, মাছ, মাংস, সবজি, নারকেলের জল, ভুজিয়া, পানীয় জলের বোতল এসব পণ্যের উপর জিএসটি কমানো হয়েছে। চকোলেট, কর্নফ্লেক্স, কেক, আইসক্রিম, স্যুপের মতো জনপ্রিয় খাদ্যপণ্যের দামও কমবে।
এছাড়াও এবার থেকে জীবনবিমা ও স্বাস্থ্যবিমায় আর কোনো কর (জিএসটি) দিতে হবে না। এ ছাড়া টিভি, এসি, ছোট গাড়ি ও ৩৫০ সিসির নিচে বাইকও আসছে সস্তার তালিকায়।
আর যেসব পণ্যের দাম বাড়ছে
সিগারেট, তামাকজাত পণ্য, পানমশলা, চিনি মেশানো পানীয় ও সফট ড্রিঙ্কের উপর জিএসটি বাড়িয়ে ৪০ শতাংশ করা হয়েছে। বিলাসবহুল গাড়ি, প্রাইভেট জেট ও রেসিং কারের দামও বাড়বে। তবে বিড়ির কর কমিয়ে দেওয়া হয়েছে ১৮ শতাংশ থেকে ৫ শতাংশে।
আজ সোমবার ২২ সেপ্টেম্বর থেকেই নতুন দামে বাজারে পণ্য মিলবে। পুরনো প্যাকেটে ছাপা দামের পাশাপাশি নতুন দাম স্টিকারের মাধ্যমে বিক্রি করতে পারবে। আগামী বছরের মার্চ পর্যন্ত পুরনো মোড়কের পণ্যও নতুন দামে বিক্রি করা যাবে।