Oasis Scholarship 2022-22 Renewal Form Fill Up:- রাজ্যে সরকার বিভিন্ন স্কলারশিপ চালু করেছেন। তার মধ্যে হলো একটি Oasis Scholarship 2022। এখানে SC/ST/OBC সম্প্রদায়ের পড়ুয়ারা অনলাইনে আবেদন করতে পারবেন।
আজকের ভিডিওতে Oasis Scholarship 2022-23 Renewal Process দেখে নিচ্ছি। কিভাবে অনলাইনে Oasis Scholarship 2022 Renewal করতে পারবেন। কি কি ডকুমেন্টস লাগবে? সমস্ত কিছু আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করবো
Oasis Scholarship 2022-23 Renewal Process:-
১) প্রথমে আপনাকে Oasis Scholarship এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Renew Scholarship এ ক্লিক করুন।
৩) এরপর Application Number & পাসওয়ার্ড বসিয়ে দিয়ে লগইন করুন।
৪) পরবর্তী পেজে মোবাইলে OTP আসবে তা বসিয়ে দিয়ে সাবমিট করুন।
৫) এরপর পরবর্তী পেজে তেমন কিছু ফিলাপ করতে হবে না। শুধু ইনকাম সাটিফিকেট আপলোড করুন ও নতুন ক্লাসের বিবরন বসিয়ে সাবমিট করে দিন।
Oasis Scholarship 2022 Renewai Documents List:-
১) আবেদন কপি।
২) পাসপোর্ট সাইজের ফটো।
৩) কাস্ট সার্টিফিকেট।
৪) ইনকাম সার্টিফিকেট।
৫) ভর্তির রসিদ।
৬) শেষ পরীক্ষার মার্কশীট।
৭) আধার কার্ড।
৮) বয়সের প্রমান পত্র ইত্যাদি।
Website Link:- Apply
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক