টেক টিপস

SBI WhatsApp Banking Service, টাকা চেক করুন মোবাইলে নতুন আপডেট

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

State Bank Of India তাদের গ্রাহকদের জন্য নতুন আপডেট নিয়ো আসলো SBI WhatsApp Banking Service, এখন গ্রাহকেরা খুব সহজেই বাড়িতে বসে WhatsApp এর মাধ্যমে বিভিন্ন সুবিধা পেয়ে যাবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

SBI সবসময় গ্রাহকদের কথা মাথায় রেখে নতুন নতুন আপডেট তাদের অফিসিয়াল টুইটারে টুইট করে থাকে। এই SBI WhatsApp Banking এর মাধ্যমে গ্রাহকেরা তাদের একাউন্টে কত টাকা রয়েছে তা চেক করতে পারবেন। শুধএ তাই নয় এছাড়াও মিনি স্টেটমেন্ট ও দেখতে পারবেন।

কিভাবে SBI WhatsApp Banking পরিষবা আপনারা আপনাদের WhatsApp এ Active করবেন, তা আজকের প্রতিবেদনে আমরা দেখে নিচ্ছি।

How To Active WhatsApp Banking Service:-

১) প্রথমে আপনাকে 9022690226 (sbi whatsapp banking number)এই নাম্বারটি মোবাইল সেভ করে রাখতে হবে।


২) এরপর WhatsApp এ আসুন এরপর ওই নাম্বারে গিয়ে Hi লিখে পাঠিয়ে দিন।
৩) আপনার কাছে একটি রিপ্লাই আসবে, এখন 1 লিখে পাঠিয়ে দিন।
৪) পরবর্তীতে আরও একটি রিপ্লাই আসবে, এখন ওই নাম্বারে আপনার ব্যাঙ্ক একাউন্ট নাম্বার পাঠিয়ে দিন। WAREG Space Bank Account Number।


৫) এরপর একটি মেসেজ আসবে সেখানে লেখা থাকবে আপনার WhatsApp Banking Service Successful Active হয়ে গেছে।
৬) এরপর আবার WhatsApp এ এসে Hi লিখে পাঠিয়ে দিন, তারপর 1 লিখে পাঠিয়ে দিলেই টাকা দেখতে পারবেন ও ২ লিখে পাঠিয়ে দিলে মিনি স্টেটমেন্ট দেখতে পারবেন।

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক 

Related Articles

Back to top button