টেক টিপস

পাসপোর্ট অনলাইন আবেদন ১৫ দিনে,কি কি ডকুমেন্টস লাগবে দেখুন?

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

পাসপোর্ট এমনি একটি ডকুমেন্টস যা শুধু বিদেশে পারি দিতে কাজ আসে এমনটা নয়। একটি গুরুত্বপূর্ণ নথি হিসাবেও কাজে আসে এই পাসপোর্ট। একটি মাত্র পাসপোর্ট তিনটি ডকুমেন্টস এর কাজে আসে। এক বয়সের প্রমাণ পত্র, ঠিকানা প্রমান পত্র ও পরিচয় পত্র হিসাবে। যদি আপনি দেশের বাইরে ঘুরতে যেতে চান,তাহলে পাসপোর্ট অবশ্যই লাগবে। কিন্তু কিভাবে পাসপোর্ট তৈরি করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা খরচ হবে, তা আজকের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হলো।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পাসপোর্ট কত ধরবেন হয়?
পাসপোর্ট সাধারণত দুই ধরনের হয়।একটি Normal Passport অপরটি Tatkal Passport। তবে দুটো পাসপোর্ট এর প্রয়োজনীতা একই।

পাসপোর্ট করতে কত টাকা লাগে?
পাসপোর্ট করতে ১৫০০ টাকা খরচ হয়। যা একবারেই শুধু অনলাইনে পেমেন্ট করতে হবে।

পাসপোর্ট আবেদন করতে কয়টি ধাপ ফলো করতে হয়?
পাসপোর্ট তৈরি করতে দুটো ধাপ ফলো করতে হয়।একটি আবেদন করার পর পাসপোর্ট সেভা কেন্দ্রে গিয়ে ফটো ও অপরটি পুলিশ ভেরিফিকেশন।

পাসপোর্ট করতে কি কি ডকুমেন্টস লাগে?
পাসপোর্ট তৈরি করতে বয়সের প্রমাণ পত্র, ঠিকানার প্রমাণ পত্র, পরিচয় পত্র ও শিক্ষাগত সার্টিফিকেট/মার্কশীট(যদি থাকে)।

পাসপোর্ট অনলাইন আবেদন কিভাবে করতে হয়?
পাসপোর্ট অনলাইন আবেদন করার জন্য Passport এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমত, নাম,ঠিকানা, বয়স ও মোবাইল নাম্বার, জিমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। দ্বিতীয়ত, রেজিষ্ট্রেশন হয়ে গেলে লগইন করে বাকি ধাপ গুলো ফিলাপ করে Appointment বুক করে নিতে ও ১৫০০ টাকা পেমেন্ট করলে আবেদন হয়ে যাবে। এরপর যে পাসপোর্ট অফিস সিলেক্ট করেছেন, সেই অফিসে গিয়ে ফটো ও সিগনেচার করে আসতে হবে।তাহলেই প্রথম ধাপ হয়ে যাবে। এরপর নিকটবর্তী পুলিশ স্টেশন এ ডকুমেন্টস ভেরিফিকেশন এর জন্য কাগজপত্র গুলো আসবে তা ভেরিফাই হলেই, কিছুদিন পর পাসপোর্ট পেয়ে যাবেন।

Passport Online Apply Link:- ক্লিক

Passport Status Check:- চেক

Passport Helpline Number:- কল

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন লিংক 

Related Articles

Back to top button