অষ্টম শ্রেণি পাশে চাকরি পরীক্ষা ছাড়াই,১৬ হাজার টাকা মাসে বেতন।আবেদন করুন

Published By: MD 360 NEWS | Updated:

রাজ্যে নতুন চাকরির নোটিফিকেশন প্রকাশিত করলো Employment Bank এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ELASTIC RUN কোম্পানি। যেখানে অষ্টম শ্রেণির, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করা হচ্ছে। মোট ২০০ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে মোবাইল ফোন এর মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রতি মাসে বেতন ১২ হাজার থেকে ১৬ হাজার টাকা করে।আবেদন পদ্ধতি, পদের নাম, যোগ্যতা ইত্যাদি নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পদের নামঃ- : পার্সেল ডেলিভারি বয়।
শূন্যপদঃ– মোট ২০০ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে।
বয়সঃ– আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স থাকতে হবে।
বেতনঃ– প্রতি মাসে ১২ হাজার থেকে ১৬ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।
যোগ্যতাঃ– অষ্টম শ্রেণি পাশ,মাধ্যমিক পাশ,উচ্চ মাধ্যমিক পাশ।

ডিউটিঃ– প্রতিদিন ৮ থেকে ১০ ঘন্টা ডিউটি করতে হবে।
কাজের জায়গাঃ– কলকাতার দমদম ও গিরিশ পার্ক।
সুবিধাঃ– রুম ফ্রি,সাইকেল ফ্রি, সপ্তাহে একদিন ছুটি।

ডকুমেন্টসঃ
১) ৪ কপি পাসপোর্ট সাইজের ফটো।
২) আধার কার্ড।
৩) ভোটার কার্ড।
৪) ব্যাঙ্ক পাশবই।
৫) প্যান কার্ড।

আবেদন পদ্ধতিঃ– আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য নিচে দেওয়া ফর্মটি ফিলাপ করুন অনলাইনে।

কোনোরকম সমস্যা হলে এই নাম্বারে কল করুন 9088616469

অনলাইন আবেদন লিংকঃ- ক্লিক
নোটিফিকেশন লিংকঃ- ডাউনলোড

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন লিংক