প্রকল্প

প্রধানমন্ত্রী আবাস যোজনা অনলাইন আবেদন 2022-23, দেখুন বিস্তারিত

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

আজকে আমরা দেখে নিচ্ছি যে, কিভাবে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা নতুন আবেদন করতে পারবেন। নতুন করে ঘরের জন্য আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে ও কি কি শর্ত রয়েছে ও আবেদন পদ্ধতি কি রয়েছে…

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আবেদন করার শর্তঃ-

১) এই যোজনার জন্য প্রথম ক্যাটাগরি হলো যে আপনার পারিবারিক বাৎসরিক ইনকাম 15 থেকে 18 লাখের নিচে হতে হবে।

২) আপনার ফ্যামিলিতে কেউ সরকারি কর্মচারী থাকতে পারবে না।

৩) এই যোজনার ফাইনাল লিস্ট আসার জন্য মহিলাদের নাম সবচেয়ে বেশি প্রেফার করা হয়।

৪) আপনি যদি সরকার থেকে বিগত 10 বছরের মধ্যে কোন সরকারি ঘরের স্কিম পেয়ে থাকেন, তাহলে আপনি আমার যোজনার জন্য আবেদন করতে পারবেন না।

৫) আপনি যে রাজ্য বা যে কোন গ্রাম বা শহর থেকে আবেদন করতে পারেন কিন্তু আপনি ওই গ্রামের বা শহরে পার্মানেন্ট সদস্য হতে হবে।

৬) আপনি আবার যোজনার প্রথম কিস্তি পাওয়ার পর যদি 36 মাসের মধ্যে আপনার ঘরটি কমপ্লিট না করেন, তাহলে আপনি শেষ কিস্তির টাকাটা পাবেন না।

কি কি ডকুমেন্টস লাগবেঃ-
১) আপনার আধার কার্ড এবং প্যান কার্ড,
২) আবাস যোজনা অ্যাপ্লিকেশন ফর্ম (যদি অনলাইনে এপ্লাই করেন)।

৩) আপনার ফ্যামিলি রেশন কার্ড।

৪) বাৎসরিক ইনকাম সার্টিফিকেট।

৫) স্থায়ী বাসিন্দার পরিচয় পত্র।

৬) একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো।

৭) বিপিএল থাকলে সেই নাম্বার।

আবেদন পদ্ধতিঃ- আপনি আবাস যোজনার জন্য অনলাইনের পাশাপাশি অফলাইনে আবেদন করতে পারবেন।

১) এরজন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে আসুন। লিংক নিচে দেওয়া হলো….

২) এরপর মেনুতে ক্লিক করুন ও Citizen Assessment এ ক্লিক করে Apply Online এ ক্লিক করুন।

৩) এরপর আধার কার্ড নাম্বার ও আধার কার্ডে কি নামের বানান রয়েছে তা বসিয়ে দিয়ে এগিয়ে যান।

৪) পরবর্তী পেজটি চলে আসবে আবেদন ফর্মের। এখানে জেলার নাম, ঠিকানা বাবার নাম,মোবাইল নাম্বার, ইত্যাদি বসিয়ে দিয়ে সাবমিট করতেই, আপনার আবেদন হয়ে যাবে।

এরপর আপনি আপনার স্ট্যটাটস চেক করতে পারবেন Search Beneficiary তে ক্লিক করে। কিংবা Track Your Assessment Status এ ক্লিক করে।

PM Awas Yojana Online Apply Link:- Click

Related Articles

Back to top button