রাজ্য খাদ্য দপ্তর নতুন একটি মোবাইল অ্যাপস চালু করেছেন, খাদ্য সাথী আমার রেশন(Khadya Sathi – Aamar Ration)। খাদ্য সাথী আমার রেশন অ্যাপস থেকে আপনি বিভিন্ন সুবিধা পাবেন। নাম সংশোধন রেশন কার্ডের,বাবার নাম/স্বামীর নাম পরিবর্তন, ঠিকানা পরিবর্তন,আধার কার্ড ও মোবাইল নাম্বার লিংক, রেশন কার্ড বাতিল,বিপিএল রেশন কার্ড আবেদন থেকে শুরু নতুন রেশন কার্ড আবেদন ইত্যাদি অনেক।
আজকে আমরা দেখে নিচ্ছি যে কিভাবে আপনি অনলাইনে খাদ্য সাথী আমার রেশন মোবাইল অ্যাপস(Khadya Sathi – Aamar Ration) দিয়ে রেশন কার্ড সংশোধন করতে পারবেন। দেখুন….
১) প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে খাদ্য সাথী আমার রেশন মোবাইল(Khadya Sathi – Aamar Ration) Application টি ডাউনলোড করুন।
২) এরপর Ration Card Related Service এ ক্লিক করুন।
৩) এরপর আপনাকে Form 5 Name & Address অপশনে ক্লিক করুন।
৪) এরপর আপনি একটি মোবাইল নাম্বার বসিয়ে দিন ও সাবমিটে ক্লিক করুন ও আপনার পরিবারের যে কোনো একটি রেশন কার্ড নাম্বার বসিয়ে দিয়ে সার্চে ক্লিক করুন।
৫) এরপর আপনার পরিবারের সমস্ত রেশন কার্ড চলে আসবে। এখন আপনার আধার কার্ড নাম্বার, জন্ম তারিখ, আধার কার্ড নাম্বার ও আধার কার্ড এর ফটো আপলোড করে সাবমিট করুন। আপনার আধার কার্ডে যে নাম থাকবে সেটাই সংশোধন হয়ে চলে আসবে।
৬) আপনার সঠিক ঠিকানা বসিয়ে দিন ও সাবমিট করুন। এরপর আপনার কাজ হয়ে যাবে। এখন আবার লগইন করে আপনার আবেদনের স্ট্যাটাস চেক করুন।