SSC CHSL Answer Key 2025 Link Tier 1: প্রকাশ হলো‌ এসএসসি সিএইচএসএল টিয়ার ১-র অ্যানসার কি

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ইতিমধ্যে প্রকাশিত করেছে স্টাফ সিলেকশন কমিশন (SSC) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ২০২৫ সালের এসএসসি কম্বাইনড হায়ার সেকেন্ডারি লেভেল (CHSl) টিয়ার-১ পরীক্ষার ‘অ্যানসার কি’।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি ডাউনলোড করতে পারবেন। এই খসড়া অ্যানসার‌ কি‌ মাধ্যমে বোঝা যাবে কারা কারা‌ টিয়ার‌-১ পরীক্ষায় পাশ হতে চলেছে, সেটাই রয়েছে এই অ্যানসার কি তে।

উল্লেখ্য, কোনো অ্যানসারে ভুল মনে হলে পরীক্ষার্থীরা সেটা চ্যালেঞ্জ করতে পারবে তারজন্য প্রতি প্রশ্নের ৫০ টাকা ফি দিয়ে এস‌এসসি‌ অফিশিয়াল ওয়েবসাইটে অভিযোগ করতে হবে। এছাড়া কমিশন এরজন্য নির্ধারিত সময় বেঁধে দিয়েছে তাই পরীক্ষার্থীদের ৮ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বরের মধ্যে অভিযোগ করতে হবে।

কিভাবে দেখবেন অ্যানসার‌ কি ?

অফিশিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড দিলেই আসছে অ্যানসার‌ কি‌। এছাড়াও আপনাদের সুবিধার্থে লিঙ্ক দেওয়া হয়েছে ক্লিক করে সরাসরি দেখুন।

SSC CHSL 2025 TIER-1 Answer keys Download

SSC Chsl Answer Key 2025 Link Tier 1:- Check Now

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।