WBSEDCL Bill Payment: বিদ্যুৎ বিল অনলাইন পেমেন্ট ও রিসিভ ডাউনলোড – নতুন পদ্ধতি দেখুন!

Khalek Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

WBSEDCL Bill Payment Online: বিদ্যুৎ বিল অনলাইন পেমেন্ট (Online Bill Payment) করার নতুন পদ্ধতি চালু হলো। এখন কমপক্ষে ৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত বিদ্যুৎ বিল অনলাইন পেমেন্ট করতে পারবেন। অনলাইন ইলেকট্রিক বিল পেমেন্ট করার পাশাপাশি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন পেমেন্ট – এর রসিদ কপি।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আজকের প্রতিবেদনে দেখে নিন কিভাবে স্মার্ট মিটার থেকে শুরু করে নরমাল মিটারের বিদ্যুৎ বিল অনলাইন পেমেন্ট (Online Payment) করবেন। বিদ্যুৎ বিল পেমেন্ট করার জন্য দরকার পরবে শুধুমাত্র Consumer Id (৯ সংখ্যার)।

WBSEDCL Bill Payment Online Step By Step – বিদ্যুৎ বিল অনলাইন পেমেন্ট কিভাবে করবেন দেখুন –

১) প্রথমে আপনাকে WBSEDCL এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন।

২) এরপর WBSEDCL এর হোম পেজে থাকা Online Payment লেখার উপরে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে Pay Online অপশনে থাকা Quick Pay লেখার উপরে ক্লিক করুন।

৪) এরপর আপনি স্মার্ট মিটার (Smart Prepaid) নাকি ৩ মাস অন্তর অন্তর মিটারের (Postpaid Energy Bill) বিল পেমেন্ট করতে চাচ্ছেন, তা সিলেক্ট করুন।

৫) এরপর নিচে মিটারের Consumer Number উল্লেখ করে সাবমিটে ক্লিক করুন। এরপর নিচে থাকা ক্যাপচার কোড বক্সে উল্লেখ করে Verify করুন।

৬) এরপর Consumer Name, Id, Address, Mobile Number দেখতে পারবেন, সবকিছু ঠিক ঠাক থাকলে নিচে Proceed এ ক্লিক করুন।

৭) এরপর কত টাকা বিদ্যুৎ বিল জমা করতে চাচ্ছেন, তা উল্লেখ করে Pay Bill এ ক্লিক করুন।

৮) পরবর্তী পেজে যেকোনো একটি সিলেক্ট করুন – SBI অথবা BILLDESK এরপর Make Payment অপশনে ক্লিক করুন।

৯) পরবর্তী পেজে Debit Card/ Internet Banking কিংবা UPI Id বা QR Code এর মাধ্যমে পেমেন্ট করুন।

১০ পেমেন্ট হয়ে গেলে, পেমেন্ট এর রিসিভ কপি পেয়ে যাবেন। এছাড়াও অনলাইন থেকেও বিদ্যুৎ বিলের রসিদ কপি ডাউনলোড করতে পারবেন।

WBSEDCL Bill Payment Online Link:Payment Now

WBSEDCL Bill Payment Recipt Download – বিদ্যুৎ বিলের রসিদ কপি অনলাইন ডাউনলোড পদ্ধতি দেখুন –

১) প্রথমে আপনাকে WBSEDCL এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি পোর্টালে আসতে পারবেন।

২) এরপর হোম পেজে থাকা Download Payment Receipt এই লেখার উপরে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে Consumer Id সিলেক্ট করুন। এরপর Consumer id ও ক্যাপচার কোর্ড উল্লেখ করে View Bill এ ক্লিক করুন।

৪) এরপর পেমেন্ট এর রিসিভ কপি PDF Download করে দেখুন বিস্তারিত।

WBSEDCL Bill Payment Receipt Download Link:- Download Now

বিঃদ্রঃ WBSEDCL এর তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে, সিস্টেম আপগ্রেডেশন কার্যক্রমের কারণে বিদ্যুৎ সহায়তা মোবাইল অ্যাপ এবং WBSEDCL ওয়েবসাইটের কিছু অনলাইন পরিষেবা ২০ অক্টোবর ২০২৫ (সোমবার, মধ্যরাত) থেকে ২৭ অক্টোবর ২০২৫ (সোমবার) পর্যন্ত উপলব্ধ থাকবে না। সৃষ্ট অসুবিধার জন্য আমরা গভীরভাবে দুঃখিত।