শিক্ষা

WB Board Exam Update 2021 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে মতামত চাইলো রাজ্য সরকার

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

WB Board Exam Update 2021 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে মতামত চাইলো রাজ্য সরকার

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আজকে রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।যেখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2021 নিয়ে পড়ুয়া/অভিভাবক/সাধারণ মানুষের মতামত চাওয়া হয়েছে। আজ রবিবার স্কুল শিক্ষা দফতরের প্রধান সচিব মণীশ জৈন একটি নির্দেশিকা জারি করেন।সেখানে বলা হয়েছে যে চলতি বর্ষে মাধ্যমিক পরীক্ষা ২০২১ নেওয়া যাবে কি না? নাকি পরীক্ষা বাতিল করা দরকার? পরীক্ষা বাতিল করলে কিভাবে মূল্যায়ন করা হবে? সেই নিয়ে প্রত্যেকের মতামত জানতে চাওয়া হয়েছে।

আগামীকাল সোমবার ২ টোর মধ্যে ইমেল করে মতামত জানাতে হবে। pbssm.spo@gmail.com  commissionerschooleducation@gmail.com , wbssed@gmail.com এই তিন মেল আইডিতে মেলের মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানাতে পারবেন।

যেই সমস্ত প্রশ্নের মতামত চাওয়া হয়েছে, তা হলোঃ-
১)করোনা পরিস্থিতিতে পরীক্ষা হওয়া উচিত কি উচিত নয়?
২)পরীক্ষা হলে কীভাবে পরীক্ষা নিতে হবে?
৩)আর পরীক্ষা না হলে কীভাবে তার মূল্যায়ন হবে? এখনও কিন্তু তা নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি,রাজ্য সরকারের গঠন করা কমিটির রিপোর্ট জমা পড়েছে,এবার সাধারণ মানুষ,অভিভাবক, পরীক্ষার্থীদের মতামত চেয়ে হয়তো ফাইনাল ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা।

Related Articles

Back to top button