শিক্ষা

WB College Merit List 2024: কলেজে ভর্তির অনলাইন পেমেন্ট কিভাবে করবেন Centralised Admission Portal থেকে দেখুন?

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

আজ থেকে শুরু হলো পশ্চিমবঙ্গে স্নাতকস্তরের ভর্তির অনলাইন পেমেন্ট Centralised Admission Portal থেকে। পাশাপাশি Centralised Admission Portal থেকে পড়ুয়ারা দেখে নিতে পারবে তাদের মেরিট লিস্ট। আজকের প্রতিবেদনে দেখে নিন কিভাবে Centralised Admission Portal থেকে ভর্তির পেমেন্ট করবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কলেজের ভর্তির অনলাইন পেমেন্ট করার জন্য, আপনাকে প্রথমত wbcap.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এরপর লগইন এ ক্লিক করে জিমেইল ও পাসওয়ার্ড উল্লেখ করে লগইন করুন। লগইন করতেই মেরিট লিস্টে নাম থাকলে দেখতে পারবেন, এরপর কত টাকা Admission এর জন্য করতে হবে তা সেখানে দেখতে পারবেন। তা আপনি Credit Card/Debit Card/Net Banking/UPI/QR/Wallet ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

প্রথম ধাপে মেরিট লিস্টে নাম আসলে, সেখানে দেখতে পারবেন আপনার পছন্দের সাবজেক্ট ও কলেজের নাম। এরপর নিচে থাকা Take Admission এ ক্লিক করুন। পরবর্তী পেজে সমস্ত ডিটেইলস দেখে নিন এরপর Online Payment করুন। অনলাইন পেমেন্ট হয়ে গেলে এরপর Payment Slip ডাউনলোড করে নিন।

আজ যে সমস্ত পড়ুয়ার নাম মেরিট লিস্টে এসেছে,তাদের সকলকে 18/07/2024 তারিখের মধ্যে অনলাইন পেমেন্ট করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে মেরিট লিস্টে থাকা পড়ুয়ারা যদি অনলাইন পেমেন্ট না করে থাকে, তাহলে সেই কলেজে/বিশ্ববিদ্যালয়ে তার ভর্তি সম্পন্ন হবে না। পাশাপাশি পরবর্তীতে সেই বিষয়ে সেই কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে সমস্যা হবে।

West Bengal Centralised Admission Portal Online Admission Payment Link:- Click

Khalek Rahaman

বিগত প্রায় আট বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে জার্নালিজমে এমএ। তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনা। রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের সমস্ত রকম আপডেট(চাকরি/স্কলারশিপ/প্রকল্প ইত্যাদি) তাঁর নখদর্পণে রাখার চেষ্টা জারি আছে।

Related Articles

Back to top button