West Bengal Job 2025: রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য এক সুবর্ণ সুযোগ চাকরির। পশ্চিমবঙ্গের তদন্ত সংস্থা অর্থাৎ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (CID Job West Bengal 2025) এর তরফ থেকে নতুন চাকরির এক বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণি পাশ শিক্ষাগত যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে। এর পাশাপাশি বাংলা বলতে ও লিখতে পারলে আবেদনের যোগ্য।
আজকের প্রতিবেদনে দেখে নিন, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (CID) এর তরফ থেকে কোন পদে নিয়োগ করা হচ্ছে। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা মাসিক বেতন রয়েছে, আবেদন কতদিন পর্যন্ত চলবে, বিস্তারিত থাকলো আজকের প্রতিবেদনে।
পদের নামঃ– ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের তরফ থেকে ড্রাইভার (CID WB) পদে নিয়োগ করা হচ্ছে।
যোগ্যতাঃ– ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে ড্রাইভার পদে আবেদন করার জন্য, শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, অষ্টম শ্রেণী পাশ। এর পাশাপাশি বাংলায় লেখা ও পড়ার অভিজ্ঞতা বা দক্ষতা থাকতে হবে। এছাড়াও আপনার কাছে যদি বৈধ কমপক্ষে তিন বছরের পুরানো ড্রাইভিং লাইসেন্স থাকে ও তিন বছরের কমপক্ষে ড্রাইভিং এর অভিজ্ঞতা থাকলে আবেদনের যোগ্য।
বয়সঃ– এই পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে, কমপক্ষে 21 বছর ও সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে। বয়স হিসেব করা হবে 30/06/2025 তারিখের নিরিখে।
বেতনঃ– ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে ড্রাইভার পদে নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ চুক্তিভিত্তিক ভাবে। এখানে মাসিক বেতন রয়েছে 16 হাজার টাকা করে প্রতি মাসে।
প্রার্থী বাছাইঃ– ড্রাইভার পদে কর্মী নিয়োগ করা হবে বেশ কয়েকটি ধাপে। প্রথমত আবেদন পত্র যাচাই করা হবে, এরপর যোগ্য প্রার্থীদের ডাকা হবে – ড্রাইভিং টেস্ট, মেডিকেল টেস্ট ও ইন্টারভিউ এর জন্য। সমস্ত আপডেট পেয়ে যাবে CID WB এর অফিসিয়াল ওয়েবসাইটে।
আবেদন পদ্ধতিঃ– ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে আবেদন করতে পারবে শুধুমাত্র ভারতীয় নাগরিকেরা। আবেদন করতে হবে অফলাইনে, এরজন্য A4 সাদা কাগজে হাতে কিংবা কম্পিউটার টাইপ করে আবেদন করতে হবে। আর আবেদনটি পশ্চিমবঙ্গ CID-এর অতিরিক্ত পুলিশ মহাপরিচালক (Additional Director General of Police, CID, WB) -এর নামে সম্বোধন করতে হবে। আবেদনপত্রে অবশ্যই আপনার মোবাইল নম্বর ও ইমেইল আইডি উল্লেখ করতে হবে।
আবেদন পত্র জমা করার ঠিকানাঃ– আবেদনপত্রটি নিম্নলিখিত স্ব-স্বাক্ষরিত (self-attested) নথিপত্রের সাথে M.T. Section, CID WB, Bhabani Bhaban, Kolkata-700027 – এই ঠিকানার Drop Box-এ জমা দিতে হবে।
ডকুমেন্টসঃ– এই পদে আবেদন করার জন্য যে সমস্ত নথি লাগবে, তা হলো –
1) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট / মার্কশিট
2) জন্ম সার্টিফিকেট / বয়সের প্রমাণপত্র
3) বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি
4) বাসস্থানের ঠিকানার প্রমাণপত্র (যেমন – ভোটার আইডি / আধার / রেশন কার্ড ইত্যাদি)
5) ড্রাইভিং অভিজ্ঞতা সম্পর্কিত সার্টিফিকেট
6) যদি থাকে, তাহলে মোটর মেরামত সংক্রান্ত অতিরিক্ত কোর্স / প্রশিক্ষণের সার্টিফিকেট দিতে হবে (ঐচ্ছিক)।
আবেদনের শেষ তারিখঃ– আগ্রহী ও যোগ্য প্রার্থীদের উক্ত পদে 24/07/2025 তারিখের মধ্যে আবেদন করতে হবে।
West Bengal CID Driver Recruitment Notification 2025: Download
Website Link:- Click