টেক টিপস

প্রতিবন্ধী সার্টিফিকেট অনলাইন আবেদনও অনলাইন ডাউনলোড নতুন ওয়েবসাইট থেকে!

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

বয়স, লিঙ্গ, জাতি, সংস্কৃতি বা সামাজিক অবস্থান অনুযায়ী আর দশজন মানুষ যে কাজগুলো স্বাভাবিক ভাবে সম্পন্ন করতে পারে, আর যারা বিভিন্ন কারনে সেই কাজগুলো প্রাত্যহিক জীবনে করতে না পারার অবস্থাটাই হল Disability বা প্রতিবন্ধিতা৷শারীরিক প্রতিবন্ধি হলো চলনে অক্ষম ব্যক্তিকে দৈহিক/শারীরিক প্রতিবন্ধি বলে। এছাড়াও রয়েছে দৃষ্টি প্রতিবন্ধি যারা চোখে ভালো ভাবে দেখতে পারেন না,শ্রবন প্রতিবন্ধি যারা ভালো ভাবে শুনতে পায় না,
বাক প্রতিবন্ধি,বুদ্ধি প্রতিবন্ধি,
বহুবিধ প্রতিবন্ধি ইত্যাদি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রাজ্য সরকার ও কেন্দ্র সরকার প্রতিবন্ধী ব্যাক্তিদের জন্য বিভিন্ন সুবিধা দিয়ে থাকে। পড়াশোনা থেকে শুরু করে স্কলারশিপ কিংবা বিভিন্ন ভাতা পেতে দরকার পড়বে প্রতিবন্ধী সার্টিফিকেট (Disability Certificate)।

প্রতিবন্ধী সার্টিফিকেট এখন আপনি বাড়িতে বসে অনলাইনে মোবাইলে ফোন দিয়েই আবেদন করতে পারবেন। পাশাপাশি প্রতিবন্ধী সার্টিফিকেট অনলাইন ডাউনলোড করে নিতে পারবেন। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো, কিভাবে প্রতিবন্ধী সার্টিফিকেট আবেদন করবেন ও কি কি ডকুমেন্টস লাগবে, এছাড়াও প্রতিবন্ধী সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করতে হয়।

প্রতিবন্ধী সার্টিফিকেট অনলাইন আবেদন ডকুমেন্টস / Disability Certificate Online Apply Documents West Bengal

১) পাসপোর্ট সাইজের ফটো 250KB এর মধ্যে।
২) ঠিকানার প্রমান পত্র 250 KB এর মধ্যে।
৩) পরিচয় পত্রের প্রমান পত্র 250 KB এর মধ্যে।

প্রতিবন্ধী সার্টিফিকেট অনলাইন আবেদন / West Bengal Disability Certificate Online Apply / Handicap Certificate Online Apply

১) প্রথমে আপনাকে icon.wbhealth.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Apply Disability Certificate এ ক্লিক করুন।


৩) পরবর্তী পেজে মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে লগইন করুন।
৪) এরপর আবেদন ফর্মটি চলে আসবে। সেখানে ৪ টি ধাপ সম্পন্ন করতে হবে।
৫) প্রথম ধাপে, নাম,ঠিকানা, ফটো,বয়স ইত্যাদি আপলোড করুন। দ্বিতীয় ধাপে, Disability Details উল্লেখ করুন আর তৃতীয় ধাপে, Emolument Details উল্লেখ করুন যদি থাকে।আর সর্বশেষ ধাপে পরিচয় পত্রের একটি ডকুমেন্টস আপলোড করুন ও আধার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে সাবমিট করতেই আবেদন হয়ে যাবে।
৬) আবেদন হয়ে গেলে,আপনি একটি Enrollment Number পেয়ে যাবেন, সেই নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক ও সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

প্রতিবন্ধী সার্টিফিকেট ডাউনলোড / Disability Certificate Online Download West Bengal

১) প্রথমে আপনাকে icon.wbhealth.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Download Certificate এ ক্লিক করুন।


৩) পরবর্তী পেজে Enrollment Number বসিয়ে দিয়ে সার্টিফিকেট ডাউনলোড করে নিন।

(বিঃদ্রঃ- আরও বিস্তারিত জানার থাকলে নিকটবর্তী BDO Office / SDO Office / KMC তে যোগাযোগ করুন।)

West Bengal Disability Certificate Online Apply:Link

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন লিংক

Related Articles

Back to top button