West Bengal Guest Teacher Job Vacancy 2025: পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যে নতুন করে কর্মী নিয়োগের নোটিশ প্রকাশিত হলো। নিয়োগ করা হচ্ছে, অতিথি শিক্ষক অর্থাৎ Guest Teacher পদে। লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে।
আজকের প্রতিবেদনে দেখে নিন, অতিথি শিক্ষক (West Bengal Guest Teacher Job 2025 ) পদে আবেদন করার জন্য কি কি যোগ্যতা চাওয়া হয়েছে, বয়স কত থাকতে হবে, কত টাকা করে মাসিক বেতন থাকবে? বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের প্রতিবেদনে।
Guest Teacher পদে নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ চুক্তিভিত্তিক ভাবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীকে Chemistry বিষয়ে শিক্ষকতা করার জন্য নিয়োগ করা হচ্ছে।
আবেদন করার জন্য প্রার্থীর বয়স থাকতে হবে, 01/01/2025 তারিখ অনুযায়ী সর্বোচ্চ 65 বছর বয়সের মধ্যে।
Guest Teacher পদে কর্মরত চাকরি প্রার্থীর মাসিক বেতন থাকবে সরকারি নিয়ম অনুযায়ী। নোটিশে বলা হয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী Guest Teacher পদে কর্মরত চাকরি প্রার্থীর বেতন হবে।
Guest Teacher পদে অবসরপ্রাপ্ত অনার্স গ্র্যাজুয়েট/স্নাতকোত্তর শিক্ষক, যিনি সরকারি/সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল থেকে এসেছেন এবং বি.এড ডিগ্রি রয়েছে, তাঁরাই আবেদনের যোগ্য।
ইন্টারভিউ এর তারিখ: 08/04/2025 সকাল 10 টা বেঁজে 30 মিনিট। স্থান – উপ-বিভাগীয় অফিসারের কার্যালয়, লালবাগ, মুর্শিদাবাদ
আবেদন করার জন্য প্রয়োজনীয় শর্তাবলীঃ-
1. প্রার্থীর নাম অবশ্যই মাধ্যমিক প্রবেশপত্র বা সমমানের নথি অনুযায়ী হতে হবে।
2. আবেদনকারীকে অবশ্যই মুর্শিদাবাদ জেলার বাসিন্দা হতে হবে।
3. প্রার্থীদের তাদের শেষ বেতনের সার্টিফিকেট ও পিপিও-এর কপি জমা দিতে হবে।
যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের নোটিশে উল্লেখিত নির্ধারিত তারিখে প্রয়োজনীয় নথিসহ নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত থাকতে হবে। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিশ দেখে নিয়ে আবেদন করুন।
West Bengal Guest Teacher Job 2025 Notification:- Download