West Bengal Job 2025: রাজ্যে অষ্টম শ্রেণী পাশে চাকরি, ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ! বেতন, আবেদন পদ্ধতি দেখুন?

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

West Bengal Job Vacancy 2025: অষ্টম শ্রেণি পাশে গ্রুপ ডি পদে চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, লিখিত পরীক্ষা ছাড়াই। পশ্চিমবঙ্গ সরকারের Backward Classes Welfare & Tribal Development দপ্তর থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

পদের নামঃ– পশ্চিমবঙ্গ সরকারের Backward Classes Welfare & Tribal Development দপ্তর থেকে নিয়োগ করা হচ্ছে, দারওয়ান-কাম-নাইট গার্ড পদে।

শিক্ষাগত যোগ্যতাঃ– দারওয়ান-কাম-নাইট গার্ড পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, নূন্যতম অষ্টম শ্রেণি পাশ। কমপক্ষে অষ্টম শ্রেণি পাশ থাকলেই এখানে আবেদনের যোগ্য।

বয়সঃ– Drawan-cum-Night Guard পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে, সর্বনিম্ন ২১ বছর ও সর্বোচ্চ ৪০ বছর। বয়স হিসাব করা হবে ৩১/০৩/২০২৫ তারিখের নিরিখে।

প্রার্থী বাছাইঃ– দারওয়ান-কাম-নাইট গার্ড পদে নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে। এখানে লিখিত পরীক্ষা ছাড়াই, সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ করা হবে।

ডকুমেন্টসঃ– পশ্চিমবঙ্গ সরকারের Backward Classes Welfare & Tribal Development দপ্তর থেকে প্রকাশিত নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে, দারওয়ান-কাম-নাইট গার্ড পদে আবেদন করার জন্য যে সমস্ত নথি ফর্মের সাথে দিতে হবে তা হলো – আধার কার্ড/ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, বয়সের প্রমাণ, জাতিগত শংসাপত্র (SC/ST/OBC) যদি থাকে প পাসপোর্ট সাইজের কালার ফটো।

মাসিক বেতনঃ– Drawan-cum-Night Guard পদে কর্মরত চাকরি প্রার্থীর মাসিক বেতন থাকবে ৬ হাজার টাকা করে।

আবেদন পদ্ধতিঃ– দারওয়ান-কাম-নাইট গার্ড পদে আগে থেকে আবেদন করতে হবে না, সরাসরি ইন্টারভিউ এর দিন আবেদন ফর্ম ফিলাপ করে সাথে ডকুমেন্টস সহকারে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে। নোটিশে উল্লেখিত ঠিকানায় ও সময়ে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। অতএব পশ্চিমবঙ্গ সরকারের Backward Classes Welfare & Tribal Development দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি ভালো ভাবে দেখে নিন।

ইন্টারভিউ এর স্থানঃ– দারওয়ান-কাম-নাইট গার্ড পদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে, RTC Hall, Court Compound, Kachari Road, Purba Bardhaman। উক্ত ঠিকানায় অরিজিনাল ও জেরক্স সমস্ত নথি নিয়ে যেতে হবে।

ইন্টারভিউ এর তারিখঃ– 21/05/2025 দুপুর 12 টা, (Reporting time 11.00A.M)।

কাজের স্থানঃ– দারওয়ান-কাম-নাইট গার্ড পদে কর্মস্থল হলো, Central Hostel for OBC Boys, Hatgobindapur, Purba Bardhaman।

West Bengal Group D Job Recruitment Notification Download:Click Now

অষ্টম শ্রেণী পাশে চাকরি ২০২৫, আবেদন ফর্ম ডাউনলোডঃক্লিক করুন 

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।