মাধ্যমিক রেজাল্ট 2022 দেখার ওয়েবসাইট ও কিভাবে দেখবেন দেখুন
আজ প্রকাশিত হবে মাধ্যমিক রেজাল্ট ২০২২। সকাল ৯টায় ফলপ্রকাশ করবেন পর্ষদ সভাপতি। তারপর সকাল ১০টা থেকে ওয়েবসাইটে দেখা যাবে ফল। মোট ১৪টি ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে।
আজকে আমরা দেখে নিচ্ছি যে, কিভাবে মোবাইল দিয়ে আপনারা মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট 2022 চেক করতে পারবেন অনলাইনে(Madhyamik Result 2022 Check Online) । মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট চেক করার বিভিন্ন ওয়েবসাইট রয়েছে।
এছাড়াও Message এর মাধ্যমেও রেজাল্ট চেক করতে পারবে মাধ্যমিক পরীক্ষার্থীরা। সকাল ১০ টা থেকে মোবাইল ফোন দিয়ে রেজাল্ট চেক করতে পারবেন শিক্ষার্থিরা।
মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট 2022 কিভাবে দেখবোঃ–
১) প্রথমে আপনাকে https://wbresults.nic.in এই ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর সেখানে বিভিন্ন পরীক্ষার রেজাল্ট এর লিংক দেখা যাবে।
৩) আপনি যেই পরীক্ষার রেজাল্ট দেখতে চাচ্ছেন তাতে ক্লিক করুন।
৪) হোম পেজেই দেখতে পারবেন West Bengal Board Of Secondary Education Examination – 2022 । এই লিংকে ক্লিক করুন।
৫) এরপর রোল নাম্বার ও জন্ম তারিখ বসিয়ে দিয়ে রেজাল্ট চেক করুন।
৬) এরপর সাবমিট করতেই আপনার সামনে আপনার রেজাল্ট চলে আসবে। এরপর দেখে নিন কত নাম্বার পেয়েছেন।
ওয়েবসাইট লিংকঃ– ক্লিক
এছাড়াও আরও বিভিন্ন ওয়েবসাইট রয়েছে রেজাল্ট চেক করার।
Message এর মাধ্যমে মাধ্যমিক রেজাল্ট চেক পদ্ধতিঃ–
১) প্রথমে SMS ঘর এ আসুন।
২) এরপর Message পাঠাতে হবে 5676750 নাম্বারে।
৩) মেসেজ পাঠাতে হবে WB10 <Space> Roll Number লিখে পাঠিয়ে দিন।পাঠিয়ে দিলেই রেজাল্ট চলে আসবে।
প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের Md 360 News পোর্টালে ভিজিট করুন।
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক