চাকরি

মাধ্যমিক পাশে রাজ্যে ক্লার্ক নিয়োগ-আজ নোটিশ দিলো PSC দেখুন বিস্তারিত!

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

রাজ্যে আবারও নিয়োগ করা হচ্ছে ক্লার্কশিপ পদে। ক্লার্কশিপ বলতে বোঝায় কেরানির কাজ। আর CLERKSHIP EXAMINATION এর পরীক্ষা নিয়ে থাকে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। ইতিমধ্যেই নতুন নোটিফিকেশন প্রকাশিত হলো।যেখানে বলা হয়েছে খুব তাড়াতাড়ি রাজ্যে বেশ কিছু শূন্যপদে ক্লার্কশিপ নিয়োগ করা হচ্ছে। ক্লাকর্শিপ সম্পর্কে বিস্তারিত নিম্নে আলোচনা করা হলো।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পদের নামঃ– ক্লাকর্শিপ(CLERKSHIP)।
যোগ্যতাঃ– ক্লার্কশিপ পদে আবেদন করতে কমপক্ষে মাধ্যমিক পাশ যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার জ্ঞান থাকতে হবে।

বয়সঃ– আবেদনকারীর বয়স থাকতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতনঃ– ক্লার্কশিপ পদে নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ৫৪০০ থেকে ২৫ হাজার ২০০ টাকা পর্যন্ত।

খেলাধুলার দিক থেকে যে সমস্ত বিভাগ থেকে আবেদন করা যাবে সেগুলি হলো-ব্যাডমিন্টন,বাস্কেটবল,ক্রিকেট, ফুটবল ,হকি,সাঁতার বা সুইমিং,টেবিল টেনিস,ভলিবল, টেনিস,ওয়েটলিফটিং, রেস্টলিং,বক্সিং,সাইকেলিংজিমনাস্টিক, জুডো,রাইফেল শুটিং,কাবাডি ইত্যাদি।

PSC CLERKSHIP SYLLABUS 2023 / পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ সিলেবাসঃ-

Preliminary:-
১) ইংরেজি – ৩০ নাম্বার। যেখানে থাকবে:- শব্দভাণ্ডার,গ্রামার,বাক্য গঠন,সমার্থক শব্দ, বিপরীত শব্দ,শব্দের সঠিক ব্যবহার।
২) পাটিগণিত- ৩০ নাম্বার। যেসব বিষয় থেকে প্রশ্ন হবে-বিভাজ্যতা,ভগ্নাংশ, দশমিক,সরলীকরণ,লসাগু,গসাগু,অংশীদারিত্ব,গড়,অনুপাত,সরল সুদ,লাভ ও ক্ষতি,সময় ও দূরত্ব,আয়তক্ষেত্র,বর্গক্ষেত্র।
৩) জেনারেল স্টাডিজ- ৪০ নাম্বার। যেসব টপিক থেকে প্রশ্ন হবে- দৈনন্দিন বিজ্ঞান,কারেন্ট অ্যাফেয়ার্স, ভারতীয় ইতিহাস,ভারতীয় ভূগোল ইত্যাদি।

পিএসসি ক্লার্কশিপ পার্ট টু অর্থাৎ মেইনস পরীক্ষাটিও ১০০ নম্বরের হয়। আর পরীক্ষাটিকে Group A এবং Group-B দুটি গ্রুপে বিভক্ত।

Group – A:
a) প্রশ্নপত্রে প্রদত্ত বিষয়ে প্রতিবেদন রচনা।
b) একটি বড় অনুচ্ছেদ থেকে সারাংশের নির্মাণ।
c) বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাওতালি ভাষার অনুচ্ছেদকে ইংরাজিতে অনুবাদ করতে হবে।

Group – B:

a) প্রশ্নপত্রে প্রদত্ত বিষয়ে প্রতিবেদন রচনা।
b) একটি বড় অনুচ্ছেদ থেকে সারাংশের নির্মাণ।
c) একটি ইংরাজি অনুচ্ছেদকে বাংলা/ হিন্দি/উর্দু/নেপালি/সাওতালি ভাষায় অনুবাদ।

(বিঃদ্রঃ- আজকে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে শুধু নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে,খুব তাড়াতাড়ি শূন্যপদ সহ বিস্তারিত নোটিশ প্রকাশিত হবে।আমরা পূর্ববর্তী পোস্টের ভিত্তিতে যোগ্যতা ও বিস্তারিত আলোচনা করলাম,যখনি অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হবে বিস্তারিত আলোচনা করা হবে Md 360 News পোর্টালে )।

Related Articles

Back to top button