শিক্ষা

টেট পরীক্ষা ২০২৩ এডমিট কার্ড ডাউনলোড লিংক? TET Admit Card 2023 Download Link

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

Primary TET 2023 Admit Card Download করে দেখে নিন,পরীক্ষা সেন্টার কোথায়! সময় যতো এগোচ্ছে TET পরীক্ষার সময় ততো ঘনিয়ে আসছে। আর নেই হাতে সময় ১ মাস কিংবা ২ মাস। হাতে মাত্র গোনা কয়েকটা দিন,আর তার পরেই শুরু হচ্ছে প্রাইমারি টেট পরীক্ষা 2023। টেট পরীক্ষা ২০২৩ এ বসতে গেলে আমাদের দরকার পড়বে ফর্ম ফিলাপ করার সময় দেওয়া পরিচয় পত্র ডকুমেন্টস ও TET Admit Card 2023। তাহলে এই WB TET 2023 Admit Card Download কিভাবে করবেন অনলাইনে। TET 2023 Admit Card আপনি সহজেই ডাউনলোড করতে পারবেন অনলাইনে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

এবার প্রাইমারি টেট পরীক্ষা ২০২৩ এর ফর্ম ফিলাপ শুরু হয়েছে ১৪/০৯/২০২৩ সন্ধ্যা ৭ টা থেকে। গত বছরের তুলনায় এবার প্রাইমারি টেট পরীক্ষর্থীর সংখ্যা অনেক কম। গত বছরের তুলনায় অনেক কম সংখ্যক শিক্ষার্থী এবার প্রাইমারি টেট পরীক্ষা 2023 এ বসতে চলছেন।

TET 2023 Exam Date হলো 10/12/2023 তারিখ, এই তারিখে হাজারো হবু শিক্ষক শিক্ষিকার স্বপ্ন পুরণ হতে চলছে। প্রাইমারি স্কুলে শিক্ষকতা করার জন্য প্রথম ধাপ প্রাইমারি টেট পরীক্ষা পাশ করা। এবার টেট পরীক্ষা ২০২৩ হতে চলছে ১৫০ নাম্বারের মধ্যে, যেখানে কোনো নেগেটিভ মার্কস থাকবে না। ১৫০ নাম্বারের মধ্যে ৬০% নাম্বার পেলেই পরীক্ষার্থীরা টেট পাশ ২০২৩ সার্টিফিকেট পেয়ে যাবে। আর যারা সংরক্ষিত প্রার্থী রয়েছে তারা ৫৫% নাম্বার পেলেই টেট পাশ সার্টিফিকেট ২০২৩ পেয়ে যাবে।

 

TET Admit Card Download 2023 West Bengal / TET 2023 Admit Card Download / West Bengal TET Admit Card Download Link

১) প্রাইমারি টেট পরীক্ষার এডমিট কার্ড ২০২৩ ডাউনলোড করার জন্য, নিচের লিংকে ক্লিক করুন।

কিংবা West Bengal Board Of Primary Education এর অফিসিয়াল ওয়েবসাইটে আসুন।

২) এরপর TEACHER ELIGIBILITY TEST 2023 (TET-2023) এ লিংকে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Print/Download Admit Card অপশনে ক্লিক করুন।
৪) এরপর আপনার রেজিস্ট্রার মোবাইল নাম্বার ও জন্ম তারিখ উল্লেখ করে ডাউনলোড অপশনে ক্লিক করুন।
৫) অবশেষে আপনার সামনে আপনার Primary TET 2023 Admit Card চলে আসবে।

West Bengal TET Admit Card 2023 Download Link:- ক্লিক

Related Articles

Back to top button