BARC Recruitment 2026: ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টারে ডাক্তার ও টেকনিক্যাল অফিসার পদে নিয়োগ, কাল থেকে আবেদন শুরু

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল কেন্দ্রীয় পারমাণবিক গবেষণা সংস্থা ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার (BARC)।  বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থার মেডিক্যাল বিভাগে মোট ২১টি বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।  এই নিয়োগ হবে BARC-এর মুম্বই ও কলকাতার অধীনস্থ দপ্তরগুলিতে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রকাশিত বিজ্ঞপ্তি বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা ৩০ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে।

যে সব পদে নিয়োগ করবে সেগুলো নিম্নরূপ

১. সাইন্টিফিক অফিসার -ই (কার্ডিওলজিস্ট)
২. সাইন্টিফিক অফিসার-ই (হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর) অথবা সাইন্টিফিক অফিসার-ডি (হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর)
৩. সাইন্টিফিক অফিসার-ডি (ওটোরাইনোল্যারিঙ্গোলজি বা কান-নাক-গলা বিশেষজ্ঞ)
৪. সাইন্টিফিক অফিসার-ডি (রেডিওডায়াগনোসিস / রেডিওলজি)
৫. সাইন্টিফিক অফিসার-ডি (চক্ষু বিশেষজ্ঞ বা অপথালমোলজি)
৬. সাইন্টিফিক অফিসার-ডি (প্যাথলজি)
৭. সাইন্টিফিক অফিসার-ডি (অ্যানেস্থেসিওলজি বা অ্যানেস্থেশিয়া)
৮. সাইন্টিফিক অফিসার-সি (সাধারণ ডিউটি / ক্যাজুয়ালটি মেডিক্যাল অফিসার)
৯. সাইন্টিফিক অফিসার-ই (নিউক্লিয়ার মেডিসিন)
১০. সাইন্টিফিক অফিসার-ডি (নিউক্লিয়ার মেডিসিন)
১১. টেকনিক্যাল অফিসার-ডি (নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি)
১২. সাইন্টিফিক অফিসার- ই ( নিউক্লিয়ার মেডিসিন)

এছাড়াও সাইন্টিফিক অফিসার- ই ( নিউক্লিয়ার মেডিসিন) ও সাইন্টিফিক অফিসার-ই (নিউক্লিয়ার মেডিসিন) কলকাতা ও মুম্বইয়ের দপ্তর অফিসে নিয়োগ করবে।

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের অবশ্যই এমবিবিএস ডিগ্রির পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে এমডি/এমএস/ডিএনবি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে।  উচ্চতর পদ যেমন Scientific Officer-E বা D আবেদন করতে কাজের অভিজ্ঞতা থাকা লাগবে এছাড়াও নিউক্লিয়ার মেডিসিন পদে পিইটি-সিটি স্ক্যানার, গামা ক্যামেরা ও এসপেক্ট-সিটি সিস্টেম-এর কাজ জানা থাকতে হবে।

পাশাপাশি নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি বিষয়ে আবেদন করতে গেলে নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিতে ৬০ শতাংশ নম্বরসহ M.Sc. পাশ হতে হবে তবে যে কোনও বিষয়ে এম এম সি র পাশাপাশি নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিতে ডিপ্লোমা হলেও আবেদন করতে পারবেন।

বেতন স্কেল: ৫৬,১০০ – ৭৮,৮০০ টাকা পর্যন্ত এছাড়াও সরকারী সুযোগ সুবিধা।

বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত বয়সীরা আবেদন করতে পারবে। তবে কার্ডিওলজিস্ট পদে আবেদনের জন্য সর্ব্বোচ ৫০ বছর বয়স নির্ধারণ করা হয়েছে।

আবেদন ফি: মহিলা,এস সি ও এস টি এবং পি‌ ডাবলু এস দের জন্য কোন আবেদন ফি দিতে হবে না তবে জেনারেল ওবিসি প্রার্থীদের ৫০০ টাকা আবেদন ফি দিতে হবে।

নিয়োগ প্রক্রিয়া:
ইন্টারভিউ ও স্কিনিং টেস্টের মাধ্যমে নিয়োগ দেবে।

আবেদন পদ্ধতি:
অফিসিয়াল ওয়েবসাইট https://recruit.barc.gov.in এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।  বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য বিজ্ঞপ্তি দেখুন।

Bhabha Atomic Research Centre Notification Download Link:- Download Now

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।