নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল কেন্দ্রীয় পারমাণবিক গবেষণা সংস্থা ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার (BARC)। বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থার মেডিক্যাল বিভাগে মোট ২১টি বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগ হবে BARC-এর মুম্বই ও কলকাতার অধীনস্থ দপ্তরগুলিতে।
প্রকাশিত বিজ্ঞপ্তি বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা ৩০ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে।
যে সব পদে নিয়োগ করবে সেগুলো নিম্নরূপ
১. সাইন্টিফিক অফিসার -ই (কার্ডিওলজিস্ট)
২. সাইন্টিফিক অফিসার-ই (হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর) অথবা সাইন্টিফিক অফিসার-ডি (হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর)
৩. সাইন্টিফিক অফিসার-ডি (ওটোরাইনোল্যারিঙ্গোলজি বা কান-নাক-গলা বিশেষজ্ঞ)
৪. সাইন্টিফিক অফিসার-ডি (রেডিওডায়াগনোসিস / রেডিওলজি)
৫. সাইন্টিফিক অফিসার-ডি (চক্ষু বিশেষজ্ঞ বা অপথালমোলজি)
৬. সাইন্টিফিক অফিসার-ডি (প্যাথলজি)
৭. সাইন্টিফিক অফিসার-ডি (অ্যানেস্থেসিওলজি বা অ্যানেস্থেশিয়া)
৮. সাইন্টিফিক অফিসার-সি (সাধারণ ডিউটি / ক্যাজুয়ালটি মেডিক্যাল অফিসার)
৯. সাইন্টিফিক অফিসার-ই (নিউক্লিয়ার মেডিসিন)
১০. সাইন্টিফিক অফিসার-ডি (নিউক্লিয়ার মেডিসিন)
১১. টেকনিক্যাল অফিসার-ডি (নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি)
১২. সাইন্টিফিক অফিসার- ই ( নিউক্লিয়ার মেডিসিন)
এছাড়াও সাইন্টিফিক অফিসার- ই ( নিউক্লিয়ার মেডিসিন) ও সাইন্টিফিক অফিসার-ই (নিউক্লিয়ার মেডিসিন) কলকাতা ও মুম্বইয়ের দপ্তর অফিসে নিয়োগ করবে।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের অবশ্যই এমবিবিএস ডিগ্রির পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে এমডি/এমএস/ডিএনবি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে। উচ্চতর পদ যেমন Scientific Officer-E বা D আবেদন করতে কাজের অভিজ্ঞতা থাকা লাগবে এছাড়াও নিউক্লিয়ার মেডিসিন পদে পিইটি-সিটি স্ক্যানার, গামা ক্যামেরা ও এসপেক্ট-সিটি সিস্টেম-এর কাজ জানা থাকতে হবে।
পাশাপাশি নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি বিষয়ে আবেদন করতে গেলে নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিতে ৬০ শতাংশ নম্বরসহ M.Sc. পাশ হতে হবে তবে যে কোনও বিষয়ে এম এম সি র পাশাপাশি নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিতে ডিপ্লোমা হলেও আবেদন করতে পারবেন।
বেতন স্কেল: ৫৬,১০০ – ৭৮,৮০০ টাকা পর্যন্ত এছাড়াও সরকারী সুযোগ সুবিধা।
বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত বয়সীরা আবেদন করতে পারবে। তবে কার্ডিওলজিস্ট পদে আবেদনের জন্য সর্ব্বোচ ৫০ বছর বয়স নির্ধারণ করা হয়েছে।
আবেদন ফি: মহিলা,এস সি ও এস টি এবং পি ডাবলু এস দের জন্য কোন আবেদন ফি দিতে হবে না তবে জেনারেল ওবিসি প্রার্থীদের ৫০০ টাকা আবেদন ফি দিতে হবে।
নিয়োগ প্রক্রিয়া:
ইন্টারভিউ ও স্কিনিং টেস্টের মাধ্যমে নিয়োগ দেবে।
আবেদন পদ্ধতি:
অফিসিয়াল ওয়েবসাইট https://recruit.barc.gov.in এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য বিজ্ঞপ্তি দেখুন।
Bhabha Atomic Research Centre Notification Download Link:- Download Now

