RRB Group D 2026 Job Vacancy: মাধ্যমিক পাসেই রেলওয়েতে চাকরি, ২২১৯৫টি শূন্যপদে নিয়োগ— বেতন ১৮ হাজার টাকা! আজ থেকেই আবেদন শুরু

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
Highlights
  • মাধ্যমিক পাশে রেলে চাকরি ২০২৬
  • রেলে গ্রুপ ডি পদে নিয়োগ - ২২,১৯৫টি শূন্যপদে
  • মাসিক বেতন ১৮ হাজার টাকা থেকে শুরু
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

চাকরি প্রার্থীদের জন্য সুখবর।  ভারতীয় রেলের তরফ থেকে RRB Group D তে ২২ হাজার ১৯৫টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।  যেখানে ভারত তথা পশ্চিমবঙ্গের সকল যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, পরীক্ষার অনলাইন ফরম পূরণ প্রক্রিয়া আজ ৩১ জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং চলবে ২ মার্চ দিবাগত রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।  যোগ্য ব্যক্তিরা এই সময়ের মধ্যে অনলাইনে ফরম পূরণ করে আবেদন করতে পারবেন।  সূত্র থেকে জানা গেছে, এপ্রিলে হতে পারে রেলওয়ে গ্রুপ ডি‌ পরীক্ষা।  যা হবে কম্পিউটার বেস্ট টেস্ট।

এই নিয়োগ প্রক্রিয়ায় অপারেশন, অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিক্যাল ও ট্র্যাক মেইনটেনার-সহ একাধিক পদে নিয়োগ করা হবে।

পদসংখ্যা: ২২,১৯৫ টি যার মধ্যে আমাদের রাজ্যে রয়েছে ২,১৩৫টি শূন্যপদ।

বয়সসীমা: ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে।  তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।

RRB Group D Education Qualification: রেলওয়ে গ্রুপ ডি শিক্ষাগত যোগ্যতা – RRB গ্রুপ ডি পদের জন্য আবেদনকারীদের অবশ্যই ন্যূনতম দশম শ্রেণি (Class 10) পাশ কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ হতে হবে। তবে নির্দিষ্ট কিছু পদে আইটিআই পাশ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

বেতন স্কেল:
RRB গ্রুপ ডি পদে নির্বাচিত চাকরি প্রার্থীদের ৭ম কেন্দ্রীয় বেতন কমিশন (CPC)–এর বেতন ম্যাট্রিক্সের লেভেল–১–এ অন্তর্ভুক্ত করা হবে।  এই অনুযায়ী প্রাথমিক মাসিক বেতন ন্যূনতম ১৮,০০০ টাকা থেকে শুরু হবে।

আবেদন ফি: জেনারেল ও ওবিসি প্রার্থীদের দিতে হবে ৫০০ টাকা। এসসি, এসটি ও অন্যান্য সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য ফি ২৫০ টাকা।  তবে পরীক্ষায় অংশগ্রহণ করলে জেনারেল ও ওবিসি প্রার্থীদের ৪০০ টাকা ফেরত দিবে এবং এস সি ও এস টি প্রার্থীদের সম্পূর্ন টাকায় ফেরত দিবে।

নিয়োগ প্রক্রিয়া: নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপে কম্পিউটার বেসড টেস্ট (CBT) নেবে।  চারটি শিফটে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ১০০টি MCQ প্রশ্ন থাকবে, পরীক্ষার সময় ১ ঘন্টা ৩০ মিনিট।  প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যাবে, ভুল উত্তরের ক্ষেত্রে এক-তৃতীয়াংশ নম্বর কাটা যাবে।  লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের এরপর ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট (PET) এরপরের ধাপে ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিক্যাল এক্সামিনেশনে মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।

কিভাবে আবেদন করবেন
https://www.rrbapply.gov.in অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

RRB Group D Recruitment Notification 2026 Download Link: Download Now 

RRB Group D Online Apply 2026 Link:- Apply Now

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।