WBSSC Assistant Teacher 2025 Online Apply: 35,726 টি শূন্যপদে সহকারী শিক্ষক(Class IX-XII)নিয়োগ,আবেদন করুন!

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
4 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

WBSSC Assistant Teacher 2025 Recruitment: আজ থেকে শুরু হলো WBSSC Assistant Teacher 2025 অনলাইন আবেদন। যেখানে WBSSC Assistant Teacher (IX-X) Vacancy 23,212 টি, অপরদিকে WBSSC Assistant Teacher (XI-XII) Vacancy 12,514 টি – সর্বমোট 35,726 টি শূন্যপদে শিক্ষক/শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

West Bengal SLST 2025 Form Fill Up কিভাবে করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা আবেদন ফি, কতদিন পর্যন্ত চলবে আবেদন? বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের প্রতিবেদনে।

পদের নামঃ– Assistant Teacher

শূন্যপদঃ– সহকারী শিক্ষক পদে 35,726 টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 23,212 টি শূন্যপদে ক্লাস IX-X শ্রেনীতে শিক্ষক নিয়োগ হচ্ছে ও ক্লাস XI-XII শ্রেনীতে 12,514 টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে।

বেতনঃ পশ্চিমবঙ্গ সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী দেওয়া হবে।

বয়সঃ– West Bengal Assistant Teacher পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে, সর্বনিম্ন 21 বছর থেকে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে। বয়স হিসেব করা হবে, 01/01/2025 তারিখের নিরিখে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা সর্বোচ্চ বয়সের ছাড় পাবেন।

আবেদন করতে পারবেন না যারাঃ-
(ক) যদি আবেদনকারী ভারতীয় নাগরিক না হয়ে থাকে, তাহলে তিনি এই চাকরির জন্য আবেদন জানাতে পারবে না।
(খ) এর পাশাপাশি আবেদনকারীর যদি কোনো আদালতে দোষী প্রমাণিত হয়ে শাস্তি পান, তাহলে তিনিও এই চাকরির জন্য আবেদন করতে পারবেন না।

কোন ক্লাসে ও কোন বিষয়ে কতগুলো শূন্যপদ দেখে নিনঃ

Assistant Teacher (IX-X) Vacancy Subject Wise

বিষয়ের নাম শূন্যপদের সংখ্যা
বাংলা 3024
ইংরেজি 3336
হিন্দি 471
উর্দু 184
গণিত 3922
ইতিহাস 2149
ভূগোল 1840
লাইফ সায়েন্স 3911
ফিজিক্যাল সায়েন্স 4352
তেলেগু 6
নেপালি 17
মোট 23,212

WBSSC Assistant Teacher (IX-X) পদে কোন বিষয়ে কতগুলো শূন্যপদ UR/SC/ST/OBC/PH/EWS দের জন্য সংরক্ষিত রয়েছে নিচের লিংকে ক্লিক করে PDF Download করে দেখে নিন।

Assistant Teacher (XI-XII) Vacancy Subject Wise

বিষয়ের নাম শূন্যপদের সংখ্যা
অ্যাকাউন্টেন্সি 178
কৃষি 1
কৃষিবিজ্ঞান (Agronomy) 40
নৃবিজ্ঞান 12
আরবি 31
জীববিজ্ঞান 919
বাংলা 390
বাণিজ্য 622
রসায়ন 1194
কম্পিউটার সায়েন্স 215
কম্পিউটার অ্যাপ্লিকেশন 263
শিক্ষা 1147
অর্থনীতি 506
ইংরেজি 594
পরিবেশ বিদ্যা 43
ভূগোল 463
হিন্দি 33
ইতিহাস 572
গৃহব্যবস্থাপনা ও নার্সিং 81
গৃহবিজ্ঞান 1
গণিত 785
সঙ্গীত 32
নেপালি 1
পুষ্টি 273
ভিজ্যুয়াল আর্টস 1
উর্দু 17
পরিসংখ্যান 19
সমাজবিজ্ঞান 82
সাঁওতালি 43
সংস্কৃত 502
মনোবিজ্ঞান 22
রাষ্ট্রবিজ্ঞান 1373
পদার্থবিজ্ঞান 881
শারীরশিক্ষা 16
দর্শন 1161
ফারসি 1
মোট 12,514

শিক্ষাগত যোগ্যতাঃ

মাধ্যমিক (ক্লাস IX-X)-এর জন্য: আবশ্যক স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি (কমপক্ষে ৫০% ) এবং B.Ed অথবা চার বছরের BA.Ed/B.Sc.Ed।

উচ্চমাধ্যমিক (ক্লাস XI-XII)-এর জন্য: প্রয়োজন স্নাতকোত্তরে ৫০% নম্বর ও সঙ্গে B.Ed অথবা BA.Ed/B.Sc.Ed। সেই সঙ্গে প্রাসঙ্গিক বিষয়ে মাস্টার্স পাশ বাধ্যতামূলক।

SC/ST/OBC/PH প্রার্থীদের জন্য শিক্ষাগত নম্বরে ৫% ছাড় থাকবে।

WBSSC Assistant Teacher Apply Process: West Bengal Staff Selection Commission এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য WBSSC এর অফিসিয়াল পোর্টালে গিয়ে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদন ফিঃ WBSSC Assistant Teacher পদে আবেদন ফি দিতে হবে অনলাইনে। যারা SC/ST/PH তাদের আবেদন ফি 200 টাকা, অপরদিকে GEN ও OBC প্রার্থীদের আবেদন ফি 500 টাকা।

আবেদনের শেষ তারিখঃ- WBSSC Assistant Teacher 2025 Last Date 14/07/2025 বিকেল

Assistant Teacher (IX-X) Vacancy Subject Wise PDF File: Download Link

Assistant Teacher (XI-XII) Vacancy Subject Wise PDF File: Download Link

WBSSC SLST Assistant Teacher Online Apply 2025: Apply Now

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।