Farm Mechanisation Online Apply 2025-26: সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কিনুন ৮০% ছাড়ে,দেখুন!

Khalek Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কেনার সুবর্ণ সুযোগ করে দিলো পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ ২০২৫-২৬ অর্থবর্ষে কৃষি যন্ত্রপাতি ক্রয় এবং কৃষিযন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনে ভর্তুকি দিচ্ছে। ২০২৫-২০২৬ অর্থ বর্ষের সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কেনার জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে ইতিমধ্যেই।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কৃষকেরা কম্বাইন হারভেস্টার, পাওয়ার টিলার, থ্রেসার, কৃষি ড্রোন, সোলার পাম্প সেট, ধান মাড়াই যন্ত্র সহ আরও নানা আধুনিক সরঞ্জাম সরকারি ভর্তুকিতে কিনতে পারবেন। ভর্তুকির পরিমাণ রয়েছে ৪০ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত। অর্থাৎ কৃষি যন্ত্রপাতি কেনার জন্য, ভাড়া কেন্দ্র স্থাপন থেকে শুরু করে কৃষি যন্ত্রাদি হাবে পাচ্ছেন সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে শুরু করে সর্বাধিক ২৪ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি।

সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কেনার জন্য আগ্রহী কৃষকদের অনলাইনে নির্দিষ্ট পোর্টালে আবেদন জানাতে হবে। এর পাশাপাশি FSSM ও OTA-SFI প্রকল্পের মাধ্যমে কৃষি যন্ত্রপাতি কেনার জন্য আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে গিয়ে আবেদন জানাতে হবে। এছাড়াও নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কেনার জন্য আবেদন থেকে শুরু করে বিশদে জানতে পারবেন।

ভর্তুকির হার ও সুবিধা

  • ছোটো কৃষি যন্ত্রপাতি – ভর্তুকি ৫০%, সর্বাধিক ১০ হাজার টাকা।
  • শক্তিচালিত যন্ত্রপাতি – ভর্তুকি ৫০-৬০%, সর্বাধিক ১ লক্ষ টাকা।
  • কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র (CHC) – ভর্তুকি ৪০%, ন্যূনতম ৮ লক্ষ টাকা।
  • কৃষি যন্ত্রপাতি ব্যাঙ্ক বা গোষ্ঠী (FMH/FMB) – ভর্তুকি ৪০%, সর্বাধিক ২৪ লক্ষ টাকা।

আবেদন পদ্ধতিঃ-
আগ্রহী কৃষকদের অনলাইনে আবেদন করতে হবে www.wbfms.wb.gov.in এই পোর্টাল থেকে। অনলাইন আবেদন করার পর প্রয়োজনীয় নথি সহকারে FSSM ও OTA-SFI প্রকল্পে আবেদনকারী কৃষকদের নিকটবর্তী কৃষি অফিসে ও CHC এবং FMH/FMB প্রকল্পে আবেদনকারীদের জেলা কৃষি অফিসে ০৬/১১/২০২৫ বিকেল ৫ টার মধ্যে জমা করতে হবে।

কি কি ডকুমেন্টস লাগবে:

১) আধার কার্ড,
২) ভোটার কার্ড,
৩) ব্যাঙ্কের পাশবই,
৪) প্যান কার্ড(যদি থাকে),
৫) জমির খতিয়ান,
৬) পাসপোর্ট সাইজের ফটো ইত্যাদি।

Matir Katha Farm Machinery Online Apply Link: Click